• Indian Air Force: মহড়া চলাকালীন দুর্ঘটনা, রাজস্থানে ভেঙে পড়ল তেজস ফাইটার জেট
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • চলছিল মহড়া। ট্রেনিং চলার সময়ে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি বিমান। তেজস ফাইটার জেটটি ভেঙে পড়তেই ঝাঁপ দেন পাইলট। উল্লেখ্য, এই প্রথম ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার তেজস ফাইটার জেট। সেখানের হোস্টেলে ছাদে ভেঙে পড়ার পরেই আগুন লেগে যায় ওই জেটটিতে।

    কোথায় ঘটে?

    এই ঘটনা ঘটেছে রাজস্থানের জয়সলমেরের কাছে। সেখানের ছাত্রদের একটি হোস্টেল চত্বরে ভেঙে পড়ে তেজস ফাইটার জেট। জয়সলমেরের কাছেই মরুভূমি এবং পাকিস্তানের সীমানা। সেখানেই মঙ্গলবার মহড়া এবং ট্রেনিং চলছিল। সেই সময়েই হঠাৎ করেই ভেঙে পড়ে তেজস ফাইটার জেট। আগে মিগ সহ বিভিন্ন জেট এবং বিমান ভেঙে পড়লেও কোনদিন তেজসের ক্ষেত্রে সেই ঘটনা ঘটেনি।সুরক্ষিত আছেন পাইলট

    তারপরেই ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, সেখানের ছাত্রদের একটি হস্টেলে ভেঙে পড়ে ওই ফাইটার জেট। ওই ফাইটার জেটটি ভেঙে পড়লেও তার পাইলট সুরক্ষিত আছেন। তিনি সেখান থেকে নিরাপদেই বাইরে আসেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

    করা হচ্ছে তদন্ত

    ভারতীয় বায়ু সেনার তরফে জানানো হয়েছে, ট্রেনিং চলার সময়ে এই ঘটনা ঘটে। সেটি একটি ‘লাইট কমব্যাট এয়ারক্রাফট’ বলে জানানো হয়েছে। গত তেইশ বছরের মধ্যে এটাই প্রথম কোনও জেট ফাইটার ভেঙে পড়া ঘটনা। উল্লেখ্য, ভারতীয় বায়ু সেনায় তেজস ফাইটার জেটকে অন্তর্ভুক্ত করা হয় ২০১৬ সালে। ২০০১ সালের একটি দুর্ঘটনা ঘটেছিল। ভারতীয় বায়ু সেনার তরফে জানানো হয়েছে, কী কারণে এদিন এই ঘটনা ঘটে তা তদন্ত করে দেখা হবে। এই জন্য একটি ‘কোর্ট অব এনকোয়ারি’ গঠন করা হয়েছে।
  • Link to this news (এই সময়)