• CAA Rules India : CAA-এর অধীনে নাগরিকত্বের আবেদন কী ভাবে? জানুন বিস্তারিত পদ্ধতি
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • চার বছর আগে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী আইন। এই নিয়ে দেশজুড়ে চলে বিতর্ক। এবারেও কংগ্রেসের মতই এর বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে সোমবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। ফলে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পথ পরিষ্কার হয়েছে। এখন প্রশ্ন হল ভারতীয় নাগরিকত্ব কীভাবে পাওয়া যায়। এই জন্য কোন নথি প্রয়োজন হবে?কাদের দেওয়া হবে নাগরিকত্ব?

    পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে বসবাসকারী হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পার্সি ধর্মের লোকেরা যারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে, ২০১৪ সালের মধ্যে ভারতে আশ্রয় নিতে এসেছেন, তারা এর অধীনে নাগরিকত্ব পাওয়ার যোগ্য। সংসদের একটি রিপোর্টে উল্লেখ করা হয় ওই সময় পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিমদের সংখ্যা ছিল ৩১,৩১৩ জন। এই আইন কার্যকর হওয়ায় তাঁরা নাগরিকত্ব পাবেন।

    কীভাবে আবেদন?

    ভারতে চলে আসা ওই ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়ার জন্য একটি আবেদন করতে হবে। এই পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। তাদের তথ্যও দিতে হবে পোর্টালের মাধ্যমে। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রক যে পোর্টাল করেছে তার মাধ্যমে আবেদন করতে হবে।

    কী জানাতে হবে?

    ওই পোর্টালে আবেদনকারীকে তাঁর নাম, পিতামাতার নাম, কতদিন ধরে ভারতে বসবাস করছেন এবং তিনি কোন দেশ থেকে এসেছেন, সেখানে তিনি কোথায় ছিলেন, ভারতে আসার পরে কী কাজ করছেন, ওই ব্যক্তি কোন ধর্মের অনুসারী তার তথ্য উল্লেখ করতে হবে। যদি আবেদনকারীর কোনও ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে সেই তথ্যও দিতে হবে। তিনি ভারতে আসার পর কোনও ভারতীয়কে বিয়ে করে থাকলে, সেই বিষয়েও জানাতে হবে। শিশুদের জন্য আলাদা ফর্ম দেওয়া হয়েছে।

    কী নথি প্রয়োজন?ভারতীয় নাগরিকত্ব পেতে যে ফর্মগুলি পূরণ করতে হবে, তাতে তফসিল 1A-এর অধীনে নধরনের নথি চাওয়া হয়েছে। আবেদনকারীকে হলফনামা দেওয়ার সঙ্গেই দিতে হবে তিনি যে দেশ থেকে এসেছে সেখানের পাসপোর্ট, আবাসিক পারমিট, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, লাইসেন্স, বাড়ি, জমি বা ভাড়ার বাসস্থান সম্পর্কিত নথি, পরিচয় প্রমাণকারী নথি, ভারতে আসার তারিখ, ভারতে প্রবেশের জন্য ভিসা বা অভিবাসন স্ট্যাম্প সহ অনেক তথ্য থাকতে হবে। তবে যদি তার কোনও দলিল না থাকে তবে আবেদনকারী তার কারণ জানাতে পারবেন।
  • Link to this news (এই সময়)