হাবড়া থেকে CAA নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। CAA, NRC-র সঙ্গে সম্পর্কযুক্ত বলেও দাবি করেছেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা সরব হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ‘মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের অবমাননা করছেন। আইন মানছেন না’, পালটা সরব হয়েছেন তিনি।মঙ্গলবার দুপুর দুটো নাগাদ কোচবিহার -১ ব্লকের নটুয়ারপাড় এলাকায় জনসংযোগ যাত্রায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে স্থানীয় কালীমন্দিরে পুজো দেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ সারেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে তাঁর কণ্ঠে শোনা যায় মোদী স্তুতি।
পাশাপাশি হাবড়ার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পালটা সরব হয়েছেন তিনি। এদিন নিশীথ প্রামাণিক বলেন, 'সংশোধিত নাগরিকত্ব আইন সাংবিধানিকভাবে আইন হয়েছে। যাঁরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এই দেশে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া। এখানে কারও নাগরিকত্ব হরণ বা ছিনিয়ে নেওয়ার প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করছেন মানে সংবিধানের অবমাননা করছেন। তিনি আইন মানছেন না। তাঁর মানে কি তিনি চান যাঁরা মতুয়া, উদ্বাস্তু রয়েছেন, তাঁরা কোনওদিন নাগরিকত্ব পাবেন না? মানুষের কল্যাণের জন্য CAA তৈরি হয়েছে। যাঁরা নাগরিকত্ব পাননি তাঁদের সেই অধিকার দেওয়ার জন্য। এই অ্যাক্টের দ্বারা কোনও মানুষের ক্ষতি হবে না। শুধু যাঁরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে এই দেশে এসেছেন তাঁদের জন্য এই আইন।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই রাজ্যে CAA চালু হতে দেবেন না। NRC করতে দেবেন না। কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না। বিজেপি মানুষকে ভাঁওতা দিচ্ছে। সোমবারও এই নিয়ে আশ্বাস দিতে শোনা যায় নিশীথ প্রামাণিকে।
তিনি বলেছিলেন, ‘CAA লাগু হওয়ারই ছিল। এতে কোনও মানুষের নাগরিকত্ব যাবে না। অন ক্যামেরা বললাম।’ উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'CAA-র জন্য CAA আমরা মানছি না। NRC মানব না। ভাগাভাগি মানছি না। কোনও ভাঁওতায় পা দেবেন না। তাহলে একূল ওকূল দুকূল যাবে। জমিদার উত্তর দেওয়ার জন্য আমি পাহারাদার। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি দেওয়া হবে না।'
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'CAA রুল বৈধ কিনা সন্দেহ আছে। দরখাস্ত করলেই বিদেশি হবেন। অনুপ্রবেশকারী হবেন। জমি চাকরি কী হবে? ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। দিন দেখে গতকাল রমজান শুরু হয়েছে বলে এটা ঘোষণা করা হয়েছে। আফগানিস্তান কী করে আসে? ভারতের সঙ্গে তো সীমান্ত নেই?