• পাঠানের খাজানা! অধীরের বিরুদ্ধে বহরমপুরের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠানের সম্পত্তির পরিমাণ কত?
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে রীতিমতো চমকে দিয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের একাংশের কথায়, 'এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্ট্রারস্ট্রোক।' বহরমপুর বরাবর কংগ্রেসের শক্ত ঘাঁটি। নেপথ্য ফ্যাক্টর অধীর চৌধুরী। কিন্তু, ক্রিকেটার ইউসুফ পাঠানের স্টার 'দম' তাঁকে কি বেগ দেবে? এখন সেই দিকেই সব নজর।ক্রিকেটার হিসেবে একাধিকবার ইউসুফ পাঠানের জন্য দেশ বিশ্বদরবারে গর্বিত হয়েছে। আর তাঁর এই ইমেজ এক্ষেত্রে অনেকটাই কর্যকরী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ২২ গজে ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত ইউসুফ পাঠান। রাজনীতির ময়দানেও কি তিনি প্রতিপক্ষকে 'নক আউট' করবেন? তাঁর কেরিয়ারে বড় কোনও বিতর্কও নেই। আর এই স্বচ্ছ ভাবমূর্তি তাঁর রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    ইউসুফ পাঠান ভারতীয় টিমে অলরাউন্ডার ছিলেন। গুজরাটের ইউসুফ ২০০৭ সালে ২৪ সেপ্টেম্বর ইন্টারন্যাশানাল ম্যাচে ডেবিউ করেছিলেন। তিনি ই প্রথম ক্রিকেটার যাঁর টি ২০ বিশ্বকাপে ডেবিউ হয়। ২০১২ সালে ৩০ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি শেষ টি ২০ ম্যাচ খেলেছিলেন।

    কত টাকার সম্পত্তির মালিক ইউসুফ পাঠান?

    'NBT'-র প্রকাশিক প্রতিবেদন অনুযায়ী তাঁর মোট সম্পত্তি ২৪৮ কোটি। তাঁর বার্ষিক আয় ২০ কোটি। ইউসুফ পাঠানের বহরমপুরে জয়ী হওয়াটা অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

    ১৯৯৯ সালে প্রথম বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন অধীর চৌধুরী। প্রমতেশ মুখোপাধ্যায়কে হারিয়ে তিনি জয়ী হয়েছিলেন। এরপর ১৯৯৯ সাল, ২০০৪, ২০০৯, ২০১৪, ২০১৯-পাঁচ পাঁচটি লোকসভা ভোটে বহরমপুরে জয়ী হয়েছিলেন অধীর। বহরমপুর অধীরের গড় হিসেবে পরিচিত বঙ্গ রাজনীতিতে।

    সংশ্লিষ্ট জেলার রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, ‘বহরমপুরকে হাতের হাত থেকে কেড়ে নেওয়া অত্যন্ত মুশকিল।’ এদিকে পাঠানের বিরুদ্ধে হুংকার দিতে শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিন বড় কোনও ঘোষণা করতে পারেন বলেও দাবি করেছেন তিনি।

    এদিকে তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই অধীর চৌধুরী উষ্মা প্রকাশ করে বলেছিলেন, ‘যদি তৃণমূলের মূল লক্ষ্য বিজেপিকে হারানো হত, সেক্ষেত্রে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হত না।’ লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং বামেদের জোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত সামনে আসেনি। উল্লেখ্য, এবার অপর প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকেও প্রার্থী করেছে তৃণমূল। এখন দেখার তাঁরা কি লোকসভায় জয় ছিনিয়ে আনতে পারবে?
  • Link to this news (এই সময়)