'সন্তানের জন্ম দিয়ে ২৫ লাখ টাকা আয় করুন', তরুণীদের সারোগেসির ফাঁদে ফেলতে বিজ্ঞাপন সংস্থার
এই সময় | ১৩ মার্চ ২০২৪
বিশ্বে এমন অনেক মাল্টিন্যাশনাল সংস্থা রয়েছে যারা গ্রাহকদের কিছু না কিছু স্কিমের বদলে লোভনীয় অফার দেয়। এবার এক কোম্পানি ধামাকেদার প্রস্তাব নিয়ে এল গ্রাহকদের কাছে। অভিনব অফার দিয়ে সকলকে চমকে দিয়েছে চিনা সংস্থা। সারোগেসি করলেই লাখ লাখ টাকার অফার দেওয়া হচ্ছে মহিলাদের।চিনা সংস্থা অবাক করে দেওয়া এই অফার দিচ্ছে ২৮ থেকে ৪২ বছর বয়সী মহিলাদের। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিলে লাখ লাখ টাকা দেওয়ার দাবি করছে তারা। আবার এর চেয়ে কম বয়সীদের জন্যও রয়েছে নানা স্কিম।
উল্লেখ্য, চিনে সারোগেসি আইনের চোখে গর্হিত অপরাধ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, চিনের হুনান প্রদেশে অবস্থিত হোচেন হাউসক্যাম্পিং নামে একটি সংস্থা এই সংক্রান্ত একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। যা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। সংস্থার বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তরুণীরা সারোগেট মাদার হয়ে অনায়াসেই পেয়ে যেতে পারেন হাজার হাজার ডলার।
অফারে বলা হয়েছে, ২৮ বছরের কম বয়সীরা সারোগেট মাদার হিসেবে সন্তান ধারণ করলে পেয়ে যেতে পারেন ৩৫ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ২৫ লাখ টাকা। আবার এর পরের স্ল্যাবে ২৯ থেকে ৪২ বছর বয়সীরা পেয়ে যেতে পারেন ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা।
চিনে সারগেসি বেআইনি হওয়া সত্ত্বেও এই সংস্থা শিনইয়াং এবং সাংহাইতে রমরমিয়ে ব্যবসা পেতে বসেছে। তাদের ফাঁদে পা দিচ্ছেন বহু তরুণীও। ক্লাইন্ট তাঁর মর্জি মাফিক অফারে রাজি হন বলে দাবি করেছে সংস্থা। বদলে মোটা টাকা দেওয়া হয় তাদের। সংস্থার বক্তব্য, এই অফারের জেরে অনেক তরুণী লাখপতি হচ্ছেন। পাশাপাশি বহু নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটছে।
সম্প্রতি ভারতে এমন একটি সংস্থার স্ক্যাম প্রকাশ্যে এসেছিল। মহিলাদের গর্ভবতী করতে পারলেই লাখ লাখ টাকা রোজগারের সুযোগ করে দিয়ে প্রতারনার ফাঁদ পেতেছিল এক সংস্থা। বেআইনি রমরমা কারবারের পর্দাফাঁস হতেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। গর্ভধারণ করতে অক্ষম মহিলাদের গর্ভবতী করার জন্য পুরুষদের দেওয়া হত অর্থের প্রতিশ্রুতি। আর তারপর রেজস্ট্রেশনের নাম লুটে নেওয়া হত তাদের। বিহারের নওয়াদা এলাকায় এই চক্রের সঙ্গে যুক্ত আটজনকে গ্রেফতার করে পুলিশ। গর্ভধারণ করতে অক্ষম মহিলারা যাতে সফলভাবে সন্তান প্রসব করতে পারে সেই জন্য এজেন্সিটি পুরুষদের ১৩ লাখ টাকার অফার দেওয়া হত।