Congress Candidate List 2024 : কংগ্রেসের দ্বিতীয় প্রার্থীতালিকায় পরিবারতন্ত্রের ছায়া! কমল নাথ, অশোক গেহলট, তরুণ গগৈদের পুত্রদের টিকিট
এই সময় | ১৩ মার্চ ২০২৪
দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস। এই দফায় তালিকায় রয়েছেন মোট ৪৩ জন প্রার্থী। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্রদের নাম।মঙ্গলবার সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে কে সি বেণুগোপাল বলেন, 'গতকাল সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে ৪৩ জনের নাম নির্ধারণ করেছে।' পাঁচটি রাজ্যের ৪৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হল এদিন। তালিকায় রয়েছে অসম, গুজরাট, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান। এ ছাড়াও রয়েছে দমন ও দিউ কেন্দ্র শাসিত অঞ্চল।
অসমের জোরহাট আসন থেকে লড়ছেন বর্তমান সাংসদ গৌরব গগৈ। ছিন্দওয়ারা আসন থেকে লড়ছেন কমল নাথের ছেলে নকুল নাথ। ডিলিমিটেশনের পর অসমের কালিয়াবর থেকে আর লড়তে পারছেন না গৌরব গগৈ। ফলে তাঁকে বাবা তরুণ গগৈয়ের আসন জোরহাট থেকে টিকিট দেওয়া হয়েছে।
এই ৪৩টি প্রার্থীর মধ্যে ৩৩ জন OBC, SC, ST সম্প্রদায়ের। কে সি বেণুগোপাল জানান, প্রার্থীদের প্রায় অধিকাংশেরই বয়স ৬০-এর নীচে। ৪৩ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের বয়স ৫০-এর কম। আটজন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। ১০ জনের বয়স ৬১ থেকে ৭২ বছরের মধ্যে।
এদিকে, জানা গিয়েছে, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ আসনগুলি নিয়ে কংগ্রেসের সেন্ট্রাল কমিটির বৈঠক বসতে পারে আগামী ১৫ মার্চ। এই তালিকায় কি উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে? এখনও পর্যন্ত ওয়েনাড থেকে রাহুল গান্ধীর নাম ঘোষণা হয়েছে হাত শিবিরের পক্ষ থেকে। কিন্তু, আদৌ তিনি দ্বিতীয় কোনও আসন থেকে লড়বেন কি না, ফের একবার বদলা নিতে স্মৃতি ইরানির বিপক্ষে আমেঠিতে দাঁড়াবেন কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত মেলেনি। এদিকে, সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলি আসন থেকে প্রিয়াঙ্কাকে দাঁড় করানো হবে কি না, তা নিয়েও জল্পনা বাড়ছে।
উল্লেখ্য, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর লোকসভায় দাঁড়ানো নিয়ে নানা জল্পনা রটেছিল। কিন্তু, সূত্রের খবর, তিনি ভোটে দাঁড়াতে আগ্রহী নন। বদলে কর্নাটকের গুলবর্গা আসন থেকে জামাই রাধাকৃষ্ণন দোদ্দামানির নাম প্রস্তাব করেছেন তিনি। ফলে তৃতীয় তালিকায় খাড়গের জামাইয়ের নামও থাকতে পারে।