দেশে লাগু হয়েছে সিএএ। আর এই সিএএ লাগু হওয়ার পর থেকেই ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মধ্যে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কার্যতে উৎসবে মেতেছেন মতুয়াদের একাংশ। এই পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, এর ফলে যে সমস্ত লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটার রয়েছে, সেই সমস্ত জায়গার ভোটবাক্সে এর কিছুটা প্রভাব দেখা যেতে পারে।রাজ্যের যে সমস্ত লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটার রয়েছে তার মধ্যে অন্যতম হুগলি। এই লোকসভা কেন্দ্রের একাধিক বিধানসভা এলাকায় রয়েছেন মতুয়া ভোটার। এই প্রসঙ্গে সারা ভারত মতুয়া মহাসংঘের হুগলি জেলা কমিটির সভাপতি মৃণালকান্তি বিশ্বাস বলেন, 'হুগলি লোকসভা কেন্দ্রে ৩ লাখেরও বেশি মতুয়া ভোটার রয়েছেন। বলাগড়ে সবচেয়ে বেশি। তারপর চুঁচুড়া। তারপর পাণ্ডুয়া, আদিসপ্তগ্রাম, ধনেখালি। সিঙ্গুড়েও আছে, তবে কম।' তিনি আরও বলেন, সিএএ লাগু হওয়ার ফলে দু'হাত উজার করে মতুয়ারা লকেট চট্টোপাধ্যায়কে ভোট দেবেন।'
মৃণালকান্তি আরও বলেন, 'প্রধানমন্ত্রীর যে ধরনের কার্যক্রম করেন, তাতে মতুয়ারা তাঁর প্রতি আশাবাদী ও তাঁকে শ্রদ্ধা করে।' এদিকে এই সিএএ লাগু হওয়ার ফলে লকেট চট্টোপাধ্যায় বাড়তি সুবিধা পাবেন বলে মনে করছে বিজেপিও। হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তুষার মজুমদার মনে করেন, 'এর ফলে মতুয়া ভোট পাওয়া যাবে।'
অন্যদিকে তৃণমূল অবশ্য মনে করছে এর ফলে লকেট চট্টোপাধ্যায় কিছুটা সুবিধা পেলেও সিএএ চালু হওয়ার ফলে মতুয়ারা সবাই ভারতীয় জনতা পার্টিতে চলে যাবেন, এমনটা মনে হওয়ার কোনও কারণ নেই। এই প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, 'যে সমস্ত মানুষ বাংলাদেশ, পাকিস্তান থেকে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। আসলে তাঁরা তো নাগরিক হিসেবেই এখানে বসবাস করছেন। তাঁদের আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড আছে। নতুন করে আবার কী নাগরিকত্ব দেওয়া হবে? আসলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এরা। এমন একটা কিছু বলতে চাইছে, যেন নতুন একটা কিছু করছে! তাতে কিছু মানুষ নাচানাচি করছে। হিন্দুধর্মকে হাতিয়ার করে নির্বাচনী যুদ্ধে বাজিমাত করতে চাইছে বিজেপি।'
প্রসঙ্গত, এবারেও লকেট চট্টোপাধ্যায়কে হুগলি থেকে প্রার্থী করেছে বিজেপি। আর তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। দুই অভিনেত্রীর রাজনৈতিক লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন হুগলিবাসী। এখন দেখার সিএএ-এর ফলে আদতেই লকেট ভোটবাক্সে ফায়দা তুলতে পারেন কি না।