• India Maldives Row: মালদ্বীপ থেকে সেনা সরানো শুরু দিল্লির
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • এই সময়: ভারতকে কার্যত আল্টিমেটাম দিয়েই মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু বলেছিলেন, ১০ মে-র মধ্যে মালদ্বীপ থেকে সেনা সরাতেই হবে। তার অনেক আগে থেকেই অবশ্য দ্বীপরাষ্ট্র থেকে ভারতীয় সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে দাবি করল সে দেশের প্রথম সারির সংবাদপত্র ‘মিহারু’। তাদের দাবি, দক্ষিণতম প্রবালপ্রাচীর আদ্দুরে মোতায়েন ২৫ জন ভারতীয় সেনা ইতিমধ্যেই দ্বীপপুঞ্জ ছেড়ে চলে গিয়েছে। যদিও সরকারি ভাবে কোনও দেশই বিষয়টি নিয়ে সরকারি ভাবে মুখ খোলেনি।‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়েই লাগাতার ভোটপ্রচার চালিয়ে গত বছরের সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন ‘চিনপন্থী’ মুইজ্জু। তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের সময়েও ভারতের ৮৯ সেনা মোতায়েন ছিল দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। ভারতের দেওয়া দু’টি হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার বিমানও ছিল। সূত্রের খবর, এই জোড়া কপ্টার ও বিমানের সাহায্যে ভারত দ্বীপরাষ্ট্রটির প্রত্যন্ত বহু এলাকায় অত্যাবশ্যক চিকিৎসাসামগ্রী, খাদ্য ও পণ্য যেমন সরবরাহ করে আসছিল দীর্ঘদিন ধরে।

    প্রয়োজনে অসুস্থদের এয়ারলিফ্‌ট করে রাজধানী মালেতে যাতায়াত করা বা দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রেও জরুরি ছিল ভারতের দেওয়া ফ্লাইট সার্ভিস। কিন্তু মালদ্বীপ চাইছে না বলে সেনা-সমেত সবই ভারত ফিরিয়ে নেবে বলে খবর। জানুয়ারি থেকে এ নিয়ে হাওয়া গরম করছিল মইজ্জুর প্রশাসন। ফেব্রুয়ারিতে ভারত বাধ্য হয় বৈঠকে বসতে। ২ ফেব্রুয়ারির সেই বৈঠকেই সেনা সরানো নিয়ে রাজি হয় দু’পক্ষ।

    প্রথমে ঠিক ছিল, ১০ মার্চ থেকে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ভারত। সম্ভবত তা মেনেই ভারত অল্প অল্প করে সেনা সরাতে শুরু করে দিয়েছে বলে খবর। মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মালে-দিল্লির সম্পর্কে চিড় ধরেছে। সেনা সরানো নিয়ে চলতে থাকা টানাপড়েনের আবহেই মুইজ্জুর দলের কিছু নেতা-মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অপমানসূচক’ মন্তব্য করায় ভারতীয়দের একটা বড় অংশ ‘বয়কট মালদ্বীপ’ ট্রেন্ডে গা ভাসান।

    গত বছরের তুলনায় ৩৩ শতাংশ ভারতীয় পর্যটক কমে গেলেও মুইজ্জু নিজের অবস্থানেই অনড়। সরাসরি দ্বন্দ্বে যেতে না-চাইলেও, ওই বলয়ে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় ভারত। ও দিকে মালদ্বীপ কিন্তু ধীরে ধীরে ফ্রি সেনা-সমেত আরও নানাবিধ সুবিধা নিয়ে চিনের কাছে মাথা নোয়াতে শুরু করে দিয়েছে!
  • Link to this news (এই সময়)