Weather Forecast : বুধ থেকেই দুর্যোগ, ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি
এই সময় | ১৩ মার্চ ২০২৪
ফের একবার দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা। বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতি ও শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতায় রাতের তাপমাত্রা এক ধাক্কায় ছয় ডিগ্রি মতো বৃদ্ধি পেয়েছে। উত্তরবঙ্গের দুই তিন জেলায় বুধবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহরে রাতে ছয় ডিগ্রি সেলসিয়াস মতো বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে শহরে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। শনি এবং রবিবার বৃষ্টিপাত হতে পারে কলকাতায়।মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
এক ধাক্কায় রাতের তাপমাত্রা অনেকটাই বেড়েছে দক্ষিণবঙ্গে। বেড়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আগামী দু'তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্প সঙ্গে পুবালি হাওয়ার সংস্পর্শে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ।
রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে।
বৃহস্পতিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। পাশাপাশি কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া তেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্র থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে অপেক্ষাকৃত বৃষ্টিপাত বাড়তে পারে। আপাতত তাপমাত্রা বাড়তে পারে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মালদা এবং দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে।