• Lok Sabha Election Date : ভোটের ঢাকে কাঠি! দু'দিনের মধ্যেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। খুব শীঘ্রই ঘোষণা হবে ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। লেটেস্ট রিপোর্ট বলছে, নির্বাচন কমিশন চলতি সপ্তাহের শেষেই ঘোষণা করে দেবে নির্বাচনের দিনক্ষণ।লোকসভা ভোটের দিন ঘোষণা কবে?সূত্র মারফত জানা যাচ্ছে, গত সোমবার একটি জরুরি বৈঠক হয় দিল্লিতে। সেই বৈঠকেই নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন বলে অনুমান। পাশাপাশি সেই বৈঠকেই নির্ধারিত হয়েছে লোকসভা ভোটের আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু করার স্ট্র্যাটেজিও।

    একটি সূত্র মারফত খবর মিলেছে, বৃহস্পতি অথবা শুক্রবার থেকেই আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে এই দু'দিন মধ্যেই ঘোষণা হতে পারে লোকসভা ভোটের নির্ঘণ্ট।

    গত সোমবারের বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জম্মু ও কাশ্মীরের উদ্দেশে রওনা হন। সেখানে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখার জন্যই এই সফর। লোকসভা ভোটের পাশাপাশিই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। বুধবার ভূস্বর্গ সফর শেষে দিল্লিতে ফেরার কথা রাজীব কুমারের। এরপরই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা। সে ক্ষেত্রে বৃহস্পতি অথবা শুক্রবার লোকসভা ভোটের দিন, দফা এবং ভোটগণনার নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা প্রবল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এপ্রিল এবং মে মাস জুড়ে একাধিক দফায় ১৮তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অনুমান।

    ২০২৪-এও সাত দফায় ভোট?২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় সাত দফায় ভোট করিয়েছিল নির্বাচন কমিশন। চলতি বছরও একইভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার জোরাল সম্ভাবনা। তবে সম্পূর্ণ শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনও বিভ্রান্তিমূলক খবর কিংবা গুজবে কান না দেওয়ার পরামর্শ দিচ্ছেন নির্বাচন কমিশনের কর্তারা। সমস্ত ইনফরমেশন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মিলবে বলেও জানানো হয়েছে। eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে মিলবে যাবতীয় তথ্য।

    ইতিমধ্যেই BJP প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করেছে। রয়েছে ১৯৫ জনের নাম। দ্বিতীয় দফার তালিকা ঘোষণার সম্ভাবনা বুধবার। কংগ্রেস দু'টি তালিকা প্রকাশ করেছে। প্রথম তালিকায় ৩৯ এবং দ্বিতীয় তালিকায় ৪৩ জনের নাম রয়েছে। ভোটের দিনক্ষণ নিয়ে নানা জল্পনার মাঝে মুখ খুলেছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরেই ২০১৯ সালের সময়সূচিকে ২০২৪ বলে প্রচার করা হচ্ছে। তা ছড়িয়ে দেওয়া হয়েছে নেটমাধ্যমে। এখনও পর্যন্ত ২০২৪ সালের সাধারণ নির্বাচন নিয়ে কোনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। বিভ্রান্তিমূলক মেসেজের কোনও সত্যতা নেই।
  • Link to this news (এই সময়)