এর আগে পাহাড় সফরে থাকাকালীন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোমো তৈরি করতে দেখা গিয়েছিল। তাঁর দলের প্রার্থীকেও দেখা গেল একই ভূমিকায়। প্রচারে বেরিয়ে স্বনির্ভর গোষ্ঠীর দ্বার পরিচালিত রেস্তোরাঁয় গিয়ে মোমো তৈরিতে হাত লাগালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে।বারুইপুরে অভিনব প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। মঙ্গলবার বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে এলাকার সমস্ত কাউন্সিলর, বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত সমস্ত পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিদের সঙ্গে পরিচয় করালেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পরিচয় পর্ব সেরে নেওয়ার পর সেখানে একটি সাংগঠনিক বৈঠক হয়। তারপর বারুইপুর কাছারি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই র্যালিতে অংশ নেন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। এরপর দেওয়াল লিখন ও করেন সায়নী এবং বিমান।
প্রচারের মাঝে এদিন বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলা রেস্টুরেন্টেও পৌঁছে যান সায়নী ঘোষ। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মিলে নিজে হাতে মোমো তৈরি করেন প্রার্থী। এমনকী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জড়িয়ে ধরতেও দেখা যায় তাঁকে। প্রসঙ্গত, এই বছর যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে অভিনেত্রী তথা তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন সায়নী। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরে প্রচার ও জনসংযোগমূলক কর্মসূচি চালাচ্ছেন তিনি। আর এবার তাঁকে দেখা সরাসরি স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত রোস্তোরাঁর হেঁশেলে ঢুকে মোমো তৈরিতে হাত লাগাতে।
প্রসঙ্গত, এর আগে পাহাড় সফরে গিয়ে, রাস্তায় ধারে মোমো বিক্রেতাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মোমো তৈরি করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও। স্বনির্ভর গোষ্ঠীর কাজে উৎসাহ দিতে নানা পরিকল্পনার বাস্তবায়নের রূপরেখা তৈরির পাশাপাশি মোমো তৈরি কাজে হাত লাগান তিনি। নিজে হাতে তৈরি করেন মোমো। একইসঙ্গে সেই সময় ওই বিক্রেতাদের জন্য দোকান তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন জেলাশাসককে।