• মাত্র পাঁচ দিনেই ভোলবদল, প্রার্থীর পাশে থাকার বার্তা বার্লার
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • এই সময়, আলিপুরদুয়ার: মাত্র পাঁচদিনেই ভোলবদল! মঙ্গলবার রেলের একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে মনোজ টিগ্গার পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। দল তাঁকে এ বার টিকিট না দেওয়ায় প্রকাশ্যে ক্ষোভ উগরে তোপ দেগেছিলেন মনোজের বিরুদ্ধে।আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেছিলেন তিনি। মেজাজ হারিয়ে ‘মনোজ প্রার্থীপদ প্রত্যাহার না করলে ওঁর মুখদর্শন তো দূরের কথা, ওঁর সঙ্গে কথাই হবে না’ বলে অনুষ্ঠানের মাঝে মাদারিহাট স্টেশন ছেড়েছিলেন বার্লা। সঙ্গে হুমকি দিয়ে বলেছিলেন, ‘ওকে কে জেতায় দেখব।’

    সূত্রের খবর, ৯ মার্চ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের ক্ষোভ ব্যক্ত করায় কড়া ধমক খেতে হয়েছে তাঁকে। শিলিগুড়ির কাওয়াখালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে ফিরে খানিকটা মিইয়ে পড়েন ওই আদিবাসী নেতা। সোমবার আলিপুরদুয়ারের কার্তিকা চা বাগানে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে মনোজ টিগ্গা সম্পর্কে আর বিরূপ মন্তব্য করেননি।

    মঙ্গলবার আলিপুরদুয়ার জংশন স্টেশনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিজেপি বড় পরিবার। সেখানে মতান্তর, কথা কাটাকাটি হতেই পারে। এটা নরেন্দ্র মোদীর পরিবার। আমি সেই পরিবারের এক বিশ্বস্ত সৈনিক। মনোজ আমার ছোট ভাইয়ের মতো। আমি ওঁর অভিভাবক। মনোজ টিগ্গাকে জিতিয়ে আনার দায়িত্ব আমার।’

    পাল্টা সংবাদমাধ্যমের ঘাড়ে দোষ চাপিয়ে তিনি বলেন, ‘ও এবার সাড়ে তিন লক্ষ ভোটে জিতবে। আপনারা অনর্থক সামান্য বিষয়কে রং চড়িয়ে জটিলতা তৈরির চেষ্টা করছেন। এসব ঠিক নয়।’ যদিও জন বার্লার আচমকা ভোলবদলে হাল ছাড়তে নারাজ তৃণমূল। দলের জেলা সভাপতি, শাসকদলের প্রার্থী প্রকাশ চিকবড়াইক বলেন, ‘জন বার্লা তো একবার গুলি ছুড়ে দিয়েছেন। মনোজ টিগ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এনে বিজেপির ঘরোয়া কোন্দল ফাঁস করে দিয়েছেন তিনি।’

    যাঁকে নিয়ে এই বিদ্রোহ, সেই মনোজ টিগ্গার মুখে চওড়া হাসি। এ দিন তিনি বলেন,‘আপনাদের তো আগেই বলেছিলাম, সব ঠিক হয়ে যাবে। মিলেছে তো কথা? সত্যিই জন বার্লা আমার অভিভাবক। আমি তাঁকে শ্রদ্ধা করি। ভরসাও করি। অযথা অপপ্রচার চালিয়ে কেউ লাভ করতে পারবে না।’
  • Link to this news (এই সময়)