• Medica Superspecialty Hospital : দু’বার কিডনি প্রতিস্থাপন! তার পরেও সুস্থ সন্তান প্রসব, উৎসবে মাতল মেডিকা হাসপাতাল
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • এই সময়: একবার নয়। ৮ বছরের মাথায় দু’বার কিডনি প্রতিস্থাপিত হয়েছিল তরুণীর। তার পরেও জীবনের স্বাভাবিক ছন্দ হারাননি মিজ়োরামের আইজ়লের লালিয়ান পুই। বিসর্জন দেননি মা হওয়ার ইচ্ছেটাকেও। অসীম মনোবল আর ডাক্তারি পরিচর্যায় ভর করে অবশেষে সম্প্রতি তিনি সন্তানের জন্ম দিয়েছেন।আর সেই ঘটনা ঘিরেই উৎসবে মেতে ওঠেন মেডিকা হাসপাতালের কর্মীরা। যেখানে লালিয়ানের একবার একটি কিডনি প্রতিস্থাপিত হয়েছিল। আর ওই হাসপাতালেই তিনি এ বার মা হলেন। একটা সময়ে দু’টি কিডনিই বিকল হয়ে পড়েছিল লালিয়ানের। মেডিকায় ২০১২ সালে তাঁর প্রথম বার কিডনি প্রতিস্থাপিত হয়। কিডনি দিয়েছিলেন তাঁর মা।

    কিন্তু ৮ বছরের বেশি সেই কিডনি ভালো ছিল না। ফলে ‘সেকেন্ডারি ফেলিয়োর’ হয় ২০২০ সালে। তখন লালিয়ানের ভাই তাঁকে কিডনি দেন। সফল প্রতিস্থাপনের পর ঠিকঠাক জীবন চলছিল তাঁর। ৩৫ বছর বয়সে, ২০২৩-এ তিনি সন্তানসম্ভবা হন। আগাগোড়া যে কিডনি রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল, সেই রোহিত রুংটার সঙ্গে তখন যোগাযোগ করেন লালিয়ান।

    কারণ, তিনি জানতেন, ওই অবস্থায় কিডনি নিয়ে জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসক রোহিত জানান, তিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ শিল্পীতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেফার করেন লালিয়ান পুইকে। দুই চিকিৎসক যৌথ প্রয়াসে ইমিউনো-সাপ্রেসেন্ট ওষুধের ডোজ়কে নাগালের মধ্যে রেখে খেয়াল করছিলেন, গর্ভস্থ সন্তান যেন ঠিকঠাক বেড়ে ওঠে, সেই ব্যাপারটা।

    সদ্যোজাতের জন্মগত ত্রুটি যাতে দেখা না-দেয়, খেয়াল রাখা হয় তা-ও। সম্প্রতি সুস্থ সন্তানের জন্ম দেন লালিয়ান। মঙ্গলবার দুই চিকিৎসক ও লালিয়ানকে নিয়ে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করে মেডিকা। সেখানে লালিয়ান বলেন, ‘হাসপাতাল ও ডাক্তারদের কাছে আমি কৃতজ্ঞ যে, আমার সন্তান ও আমি, দু’জনেই সুস্থ আছি।’
  • Link to this news (এই সময়)