• Public Service Commission : PSC-র নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত IAS , নিয়োগ প্রক্রিয়ায় গতি বাড়বে? আশায় চাকরিপ্রার্থীরা
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হল। PSC-র নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী মঙ্গলবার তাঁকে নিয়োগ করা হল। নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় কি গতি আসবে? আশায় চাকরিপ্রার্থীরা।রাজ্য সরকার অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়কে PSC-র নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আর্জি পাঠায়। রাজ্য সরকারের এই আবেদন মঞ্জুর করেছেন রাজ্যপাল। নিজের এক্স হ্যান্ডেলে নতুন PSC চেয়ারম্যান নিযুক্ত করার কথা ঘোষণা করেছেন রাজ্যপাল।

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই PSC-র চেয়ারম্যান পদ ফাঁকা ছিল। PSC-র মাধ্যমে রাজ্যে একাধিক সরকারি পদে নিয়োগের বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছিল। ডব্লিউবিসিএস, জুডিশিয়াল সার্ভিস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিয় প্রক্রিয়া থমকে ছিল। এমনকি, বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের পর্যন্ত করা হয়। সেক্ষেত্রে দ্রুত PSCর চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে নির্দেশ দেয় আদালত।

    কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়ে দেয়, হয় রাজ্য সরকার দ্রুত PSC-র চেয়ারম্যান নিযুক্ত করুক। না হলে আদালত PSCর চেয়ারম্যান নিযুঠি করার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে। এরপরেই তড়িঘড়ি নতুন PSC-র চেয়ারম্যান নিযুক্ত করার পদক্ষেপ গ্রহণ করে সরকার। অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়কে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের তরফে।

    পূর্বে রাজ্যের বিভিন্ন দফতরে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগের দায়িত্ব সামলাতো PSC-র। তবে তা PSC-র কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয় আদালতে। তবে জুডিশিয়াল সার্ভিসেস এবং ডব্লিউবিসিএসের মতো চাকরিতে নিয়োগের ব্যাপারে মুখ্য ভূমিকা গ্রহণ করে পাবলিক সার্ভিস কমিশন। সেই নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে দ্রুত PSC চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে নির্দেশ দিয়েছিল আদলত। PSC-র নতুন চেয়ারম্যান নিয়োগের ফলে এবার নিয়োগ প্রক্রিয়া অনেকটাই ত্বরান্বিত হবে বলেই মনে করা হচ্ছে। আশায় রয়েছেন চাকরি প্রার্থীরা। যদিও, দু একদিনের মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এখন নতুন করে নিয়োগের কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা, সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে যে নিয়োগ প্রক্রিয়াগুলি আটকে রয়েছে, সেগুলি ত্বরান্বিত হতে পারে বলেই আশায় চাকরিপ্রার্থীরা।
  • Link to this news (এই সময়)