• Ramadan 2024: অ-মুসলিমরাও রোজা রাখতে পারেন? কী রয়েছে ইসলামের বিধানে?
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। বিশ্ব জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। মুসলিম ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র মাস রমজান। ১০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে। বর্তমানে মুসলিমদের সঙ্গে অ-মুসলিমদের মধ্য়েও অনেককে রোজা পালন করতে দেখা যায়। অ-মুসলিমদের রোজা পালন কি ইসলাম ধর্মমতে স্বীকৃত?সকলের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। বরং রোজা পালনের জন্য রয়েছে শর্ত। যেসব শর্ত সাপেক্ষে রোজা রাখা যায়, সেগুলি হল-

    অ-মুসলিমরা কি রোজা রাখতে পারেন?

    রোজা রাখতে গেলে প্রথমে মুসলিম হতে হবে। অ-মুসলিমদের জন্য ইসলামে রোজা রাখার কোনও নিয়মের উল্লেখ নেই। অমুসলিম ব্যক্তি রমজানের রোজা রাখলে তা ধর্তব্য হবে না। রমজান মাসের দিনের বেলায় যদি কোনও প্রাপ্ত বয়স্ক অ-মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হন তবে সেই সময় থেকে তাঁকে রোজা রাখতে হবে। কারণ মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর উপর রোজার বিধান আরোপিত হয়।তবে ইসলামের বিধি বিধান অনুযায়ী হিন্দু বা বা ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে ইফতার করা যাবে। কারণ রোজা রাখার পর ইফতারে সকলে মিলে খাবার ভাগ করে খাওয়ার আনন্দ ভাগ করে নেওয়া। অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মের রেওয়াজ বা অনুষ্ঠানের অংশ নিলে, কোনও কিছু সাদরে গ্রহণ করলে পরস্পরের প্রতি সৌহার্দ্য় বাড়ে। সেই সঙ্গে বাড়ে ভালোবাসাস মত শিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহর।চাঁদের বিভিন্ন পর্যায়ের উপর ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডার গণনা করা হয়। সেই মতোই শুরু হয় এই রমজান মাস। সেই মতোই শুরু হয় এই রমজান মাস। রমজান কথাটি এসেছে 'রামিদা' থেকে, এর অর্থ হল প্রচণ্ড গরম। গ্রীষ্মের প্রবল তাপপ্রবাহের মধ্যে নির্জলা উপবাস করাকে সংযম হিসেবে মানেন ইসলাম ধর্মাবলম্বীরা। এই রমজান মাসকে আত্ম-শৃঙ্খলা ও আত্ম নিয়ন্ত্রণের পরীক্ষা হিসেবে বিবেচনা কর হয়। তাকওয়া অর্থাৎ শুভ চেতানা বৃদ্ধিতে সহায়তা করে বলে মনে করেন তঁরা। গুরুতর অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী মহিলা ছাড়া প্রাপ্তবয়স্ক সব মুসলিমরেই রমজান মাসে রোজা বা উপবাস রাখার নিয়ম।

    রমজান মাস সারা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। বিশ্বাস করা হয় পবিত্র রমজান মাসেই নবী মহম্মদের কাছে কোরান অবতীর্ণ হয়েছিল। তাই আত্ম-প্রতিফলন, উন্নতি ও আল্লাহর প্রতি প্রকৃত ভক্তি প্রদর্শনের মাস হিসেবে বিবেচিত হয় এই সময়কাল। বিশ্বজড়ে এই সময় মুসলিমরা রোজা, প্রার্থনার পাশাপাশি দুস্থদের দান করে রমজান পালন করেন।
  • Link to this news (এই সময়)