• Electoral Bonds : বিজেপি-কংগ্রেস-তৃণমূল-সিপিএম, নির্বাচনী বন্ড মারফত কোন দল পেয়েছে কত অনুদান? নির্বাচন কমিশনের তথ্য জানুন
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • গত ছয় বছর ধরে অর্থাৎ যে সময় থেকে নির্বাচনী বন্ড স্কিম চালু হয়েছে, অধিকাংশ ফান্ড গিয়েছে BJP-র খাতে। নির্বাচন কমিশনে দাখিল করা তথ্য অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি মোট ৬ হাজার ৫৬৫ কোটি টাকা নির্বাচনী বন্ড মারফত পেয়েছে। এই হিসেব ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত। এই তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে কংগ্রেস। নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত মূল্য ১ হাজার ১২৩ কোটি টাকা।২০১৮ সালের মার্চ থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত নির্বাচনী বন্ড মারফত সংগৃহীত মোট অর্থের পরিমাণ ১৬ হাজার ৫১৮ কোটি টাকা। নির্বাচন কমিশনে জমা করা তথ্যে উপর হওয়া বার্ষিক অডিট রিপোর্ট অনুযায়ী, ২০১৭-১৮ থেকে ২০২২-২৩ পর্যন্ত কোন দল কত টাকা পেয়েছে?

    দলনির্বাচনী বন্ড থেকে আয়BJP৬ হাজার ৫৬৫ কোটিকংগ্রেস১ হাজার ১২৩ কোটিতৃণমূল১ হাজার ৯৩ কোটিBJD৭৭৪ কোটিDMK৬১৭ কোটিBRS৩৮৪ কোটিYSRCP৩৮২ কোটিTDP১৪৭ কোটিশিবসেনা১০১ কোটিAAP৯৪ কোটিNCP৬৪ কোটিJDS৪৯ কোটিJDU২৪ কোটিSP১৪ কোটি২০২১-২২ অর্থ বর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি ১৭.১ শতাংশ অনুদান বেশি পেয়েছে। কংগ্রেস ২০২২-২৩ সালে মোট ৭৯.৯ কোটি টাকা অনুদান পায়। ২১-২২ সালের তুলনায় যা ১৬.৩ শতাংশ কম। ২১-২২ সালে কংগ্রেস ৯৫.৪ কোটি টাকা অনুদান পেয়েছিল। এখনও পর্যন্ত CPIM নির্বাচনী বন্ড মারফত কোনও অনুদান গ্রহণ করেনি। বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে বাম দলটি।

    নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য তুলে দিতে হবে SBI। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কার্যত ভর্ৎসনা করা হয়েছিল SBI-কে। ধমক খেয়েই ২৪ ঘণ্টার মধ্যে তথ্য জমা দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত ৬ তারিখের মধ্যেই ওই তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে। যদিও আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল ব্যাঙ্ক। সব কিছু খতিয়ে দেখার জন্য ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিল স্টেট ব্যাঙ্ক। কিন্তু সোমবার সেই আবেদন নাকচ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। নির্দেশ মেনেই মঙ্গলবার সন্ধ্যায় ওই তথ্য জমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
  • Link to this news (এই সময়)