ইউ-টার্ন ভোজপুরী শিল্পী পবন সিংয়ের। এক সপ্তাহের মধ্যেই বদলে ফেললেন সিদ্ধান্ত। জানালেন, আসানসোল থেকে BJP-র টিকিটে লড়বেন তিনি।বুধবার এই মর্মে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পবন সিং। শিল্পী লেখেন, 'আমি ভোটে লড়ব। আমা সমাজের কাছে, মানুষের কাছে একটি প্রতিশ্রুতি রেখেছিলাম। সেই প্রতিশ্রুতি পূরণে আমি আসানসোলে BJP-র হয়ে ভোটে লড়ব। আপনাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতা চাইছি। জয় মাতা দি।'
এখানেই শেষ নয়, পবন সিং জানিয়েছেন, তাঁর মাকে দেওয়া বিশেষ প্রমিস রাখতেই তিনি আসানসোল থেকে ভোটে লড়তে চান।
উল্লেখ্য, BJP-র প্রার্থীতালিকা প্রকাশ্যে আসার পর দেখা যায় বাংলার আসানসোল আসনটি থেকে পবন সিংকে প্রার্থী ঘোষণা করেছে পদ্ম শিবির। ভোজপুরী এই গায়কে প্রার্থী করা নিয়ে তীব্র কটাক্ষ করে বাংলার শাসকদল। বাঙালিদের অবমাননা করে এই গায়কের একাধিক গান রয়েছে বলে সমালোচনায় মুখর হয় তৃণমূল কংগ্রেস। এর জেরে গত ৩ মার্চ আসানসোল থেকে লড়বেন না বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পবন সিং। BJP প্রার্থীর ব্যাকআউট করার পর শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এরপর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেই বৈঠকেই কি বরফ গলল? সে কারণেই কি ফের একবার আসানসোল আসনে টুইস্ট? ভোটের বাজারে চর্চা তুঙ্গে।