• BJP vs Candidate: লোকসভা ভোটে একাধিক কেন্দ্রে হেভিওয়েট লড়াই, কোথায় কোথায় সম্মুখ সমরে কোন কোন 'জায়ান্ট'?
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচন আসন্ন। খুব তাড়াতাড়ি নির্ঘণ্ট প্রকাশ হবে। ইতিমধ্যে প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আরও একধাপ কংগ্রেস ইতিমধ্যে দ্বিতীয় প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রথম দফায় কংগ্রেস ৩৯ আসনে প্রার্থী ঘোষণা করে। দ্বিতীয় দফায় মঙ্গলবার কংগ্রেস ৩৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বুধবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। এখনও পর্যন্ত দুই দলের তরফে লিস্টে যাঁদের নাম উল্লেখ রয়েছে তাঁদের মধ্যে অনেকেই হেভিওয়েট প্রার্থী। একাধিক আসনে বিজেপি-কংগ্রেসের ভরসার খুঁটি পরিচিত মুখই। কাজেই সেই সমস্ত আসনগুলিতে বেশ 'টাফ কনটেস্টই' হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

    শুক্রবার প্রকাশিত কংগ্রেসের প্রথম তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধী, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, ডি কে সুরেশ এবং শশী থারুরের নাম। প্রথম দফায় হাত শিবির মোট ৩৯ জন প্রার্থীর মধ্যে ১৫ জন কেরালার প্রার্থী, সাতজন কর্নাটকের প্রার্থী, ছয়জন ছত্তিশগড়ের প্রার্থীর, চারজন তেলেঙ্গনার প্রার্থীর, দুই জন মেঘালয়ের প্রার্থী ও একজন করে নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম ও লাক্ষাদ্বীপের প্রার্থীর নাম ঘোষণা করে। মঙ্গলবার প্রকাশিত কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী দ্বিতীয় তালিকায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব , আসাম কংগ্রেস নেতা গৌরব গগৈ এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথের নাম রয়েছে৷ কংগ্রেসের দ্বিতীয় তালিকায় আসামের ১২টি আসন, গুজরাটের সাতটি আসন, মধ্যপ্রদেশ ও রাজস্থানের প্রতিটিতে ১০টি আসন, উত্তরাখণ্ডের তিনটি আসন এবং দমন ও দিউতে একটি আসনের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

    অন্যদিকে ২ মার্চ ৫৪৩ লোকসভা আসনের মধ্যে ১৯৫টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। ২ মার্চ প্রকাশিত বিজেপির প্রথম তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি সহ একাধিক হেভিওয়েটের নাম রয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই বিজেপি-কংগ্রেস দুই পক্ষই একই আসন থেকে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

    বিজেপি বনাম কংগ্রেসের প্রার্থীর নাম, এখনও পর্যন্ত প্রকাশিত তালিকা অনুযায়ী কে কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন? ক্রম নম্বরলোকসভা কেন্দ্রবিজেপি প্রার্থীকংগ্রেস প্রার্থী ১তিরুবনন্তপুরমরাজীব চন্দ্রশেখরশশী থারুর২চম্পাকমলেশ জাংদেশিবকুমার ডাহরিয়া জাঙ্গীর৩কোরবাসরোজ পান্ডেজ্যোৎসনা মহন্ত৪রাজনন্দগাঁওসন্তোষ পান্ডেভূপেশ বাঘেল৫দুর্গবিজয় বাঘেলরাজেন্দ্র সাহু৬রায়পুরব্রিজমোহন আগরওয়ালবিকাশ উপাধ্যায়৭মহাসমুন্দরূপ কুমারী চৌধুরীতাম্রধ্বজ সাহু৮কাসারগোদএমএল অশ্বিনীরাজমোহন উন্নিথান৯কান্নুরসি রঘুনাথকে সুধাকরন১০ভাদাকারাপ্রফুল্ল কৃষ্ণশফি পারম্বিল১১কোঝিকোড়এমটি রমেশএম কে রাঘবন১২পালাক্কাদসি কৃষ্ণকুমারভি কে শ্রীকন্দন১৩ত্রিশুরসুরেশ গোপীকে মুরলীধরন১৪আলাপ্পুঝাশোভা সুরেন্দ্রনকেসি ভেনুগোপাল১৫আটিঙ্গালভি মুরালীধরনআদুর প্রকাশ১৬পাঠানমথিত্তাঅনিল কে অ্যান্টনিঅ্যান্টো অ্যান্টনি১৭জহিরাবাদবিবি পাতিলসুরেশ কুমার শেটকর১৮ত্রিপুরা পশ্চিমবিপ্লব কুমার দেবআশীষ কুমার সাহাকংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা বেশ কয়েক জনের নাম ঘোষণা হয়েছে যেলব আসনে বিজেপি আগেই প্রার্থী ঘোষণা করেছে

    ক্রম নম্বররাজ্যের নামনির্বাচনী এলাকার নামকংগ্রেস প্রার্থীবিজেপি প্রার্থী১অসমকরিমগঞ্জহাফিজ রশিদ আহমদ চৌধুরীকৃপানাথ মাল্লা২অসমশিলচর - এসসিসূর্য কান্ত সরকারপরিমল সুক্লাবৈদ্য৩অসমনওগাণপ্রদ্যুত বর্দোলোইসুরেশ বোরা৪অসমজোড়হাটগৌরব গগৈতপন কুমার গগৈ৫গুজরাটকাছাছ - এস.সিনীতীশভাই লালনবিনোদভাই লক্ষ্মী চাভদা৬গুজরাটবনসকন্ঠসুশ্রী গেনিবেন ঠাকুররেখাবেন হিতেশভাই চৌধুরী৭গুজরাটআহমেদাবাদ পশ্চিম - এসসিভরত মাকওয়ানাদীনেশভাই কোদারভাই মাকওয়ানা৮গুজরাটপোরবন্দরললিতভাই ভাসোয়ামনসুখভাই মান্ডাভিয়া৯গুজরাটবারদোলী - এস.টিসিদ্ধার্থ চৌধুরীপ্রভুভাই নাদরভাই ভাসাভা১০মধ্য প্রদেশBHIND - SCফুল সিং বারাইয়াসন্ধ্যা রাই১১মধ্য প্রদেশটিকামগড় - এসসিপঙ্কজ আহিরওয়ারবীরেন্দ্র খটিক১২মধ্য প্রদেশসাতনাসিদ্ধার্থ কুশওয়াহাগণেশ সিং১৩মধ্য প্রদেশসিধিকমলেশ্বর প্যাটেলরাজেশ মিশ্র১৪মধ্য প্রদেশমন্ডলা - STওমকার সিং মারকামফাগ্গন সিং কুলস্তে১৫মধ্য প্রদেশদেওয়াস - এসসিরাজেন্দ্র মালব্যমহেন্দ্র সিং সোলাঙ্কি১৬মধ্য প্রদেশখারগোন - STপোরলাল খর্তেগজেন্দ্র প্যাটেল১৭মধ্য প্রদেশবেতুল - STরামু টেকমদুর্গা দাস উইকে১৮রাজস্থানবিকানের - এসসিগোবিন্দ রাম মেঘওয়ালঅর্জুন রাম মেঘওয়াল১৯রাজস্থানচুরুরাহুল কাসওয়ানদেবেন্দ্র ঝাঝারিয়া২০রাজস্থানআলওয়ারললিত যাদবভূপেন্দ্র যাদব২১রাজস্থানভরতপুর - এসসিসুশ্রী সঞ্জনা জাটভরামস্বরূপ কলি২২রাজস্থানযোধপুরকরণ সিং উচিয়ারদাগজেন্দ্র সিং শেখাওয়াত২৩রাজস্থানজালোরেবৈভব গেহলটলুম্বারাম চৌধুরী২৪রাজস্থানউদয়পুর - STতারাচাঁদ মীনামান্নালাল রাওয়াত২৫রাজস্থানচিতোরগড়উদয়লাল আজনাসিপি জোশী২৬উত্তরাখণ্ডতেহরি গাড়ওয়ালজোত সিং গুন্টসোলামালা রাজ্য লক্ষ্মী সাহা২৭উত্তরাখণ্ডআলমোড়া - এসসিপ্রদীপ তমতাঅজয় তমতা২৮দমন ও দিউদমন ও ডিআইইউকেতন ডাহ্যাভাই প্যাটেললালুভাই প্যাটেল
  • Link to this news (এই সময়)