২২ মার্চ নয়া অধ্যায়ের সূচনা হয়েছে অযোধ্য়ায়। ওই দিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থেকেছে দেশবাসী। ২৩ জানুয়ারি থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। প্রতিদিন লাখ লাখ ভক্ত ঢল নামছে রাম মন্দিরে। অনেকেরই মনে সাধ জাগছে একবার স্বচক্ষে রামলালার দর্শন করার। কারও আবার একবার দর্শনে আশ মিটছে না। কারও হয়তো বয়স বা দূরত্ব বা সময়ের অভাব সহ একাধিক কারণে এখনও যাওয়া হয়ে ওঠেনি রাম মন্দিরে। কিন্তু মনের ইচ্ছা তো বাধ মানে না। অনেকের সাধ একবার রামলালার দর্শন করা। রামলালার পুজো-আরতি দর্শনের ইচ্ছা বহু মানুষের। এবার সেই সাধ পূরণ হতে চলেছে। রামলালার ভক্তদের জন্য এল সুখবর। এবার থেকে ঘরে বসেই রামলালার দর্শন ও আরতি দেখতে পারবেন ভক্তরা। প্রতিদিন অযোধ্যা থেকে সরাসরি আরতির সরাসরি সম্প্রচার দেখার সুযোগ মিলছে এবার থেকে।কোথায় হবে সম্প্রচার?
দূরদর্শন ন্যাশনালে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় অযোধ্যার রাম মন্দির থেকে দৈনিক আরতি সম্প্রচারিত হবে। বুধবার থেকে ঘরে বসেই দূরদর্শনে দেখা যাবে রামলালার লাইভ আরতি।
কবে শেষ হবে মন্দিরের অসম্পূর্ণ নির্মাণ কাজ?
২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উন্মোচন হয়েছে বহু প্রতিক্ষীত রাম মন্দিরের দরজা। ২৩ জানুয়ারি থেকে তা খুলে দেওয়া হয়েছে সাধারণ ভক্তদের জন্য। সাধারণ ভক্তদের জন্য মন্দির খুলে যেতেই প্রতিদিন বহু মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট জানিয়েছে, রাম মন্দির কমপ্লেক্সের অসম্পূর্ণ নির্মাণ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। টেম্পল ট্রাস্টের সদস্য অনিল মিশ্র জানিয়েছেন, তিন তলা মন্দির ভবনের অবশিষ্ট দুই তলা নির্মাণের গতি বাড়াতে শীঘ্রই সাড়ে তিন হাজারও বেশি কর্মী নিযুক্ত করা হবে। মন্দিরে মোট পাঁচটি চূড়া থাকবে। এর মধ্যে তিনটি পুজোর আগে প্রস্তুত করা হয়েছে। মূল চূড়াটি ১৬১ ফুট উঁচু। চূড়ার উপর সোনার প্রলেপ দেওয়া. অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট নীতীশ কুমার জানিয়েছেন, মন্দির কমপ্লেক্স নির্মাণ ছাড়াও, রাম জন্মভূমির পশ্চিম প্রান্তে তেধি বাজার থেকে আশরাফি ভবন এবং বিভীষণ কুণ্ড হয়ে পোস্ট অফিস পর্যন্ত রাস্তাটি ১৫ মিটার প্রশস্ত করা হবে।
এখনও পর্যন্ত কত দর্শনার্থী রামলালার দর্শন করেছেন?
'প্রভুর বিশ্রামে' প্রতিদিন বিকেলে এক ঘণ্টার জন্য বন্ধ থাকে রাম মন্দির। সম্প্রতি মন্দির ট্রাস্ট সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনের সময় বাড়িয়েছে। প্রতিদিন বহু মানুষ ভিড় জমাচ্ছেন রাম মন্দিরে। রামলালার দর্শনে কমপক্ষে সকলকেই দুই ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ২২ জানুয়ারি রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৭৫ লাখ ভক্ত মন্দির দর্শন করেছেন।