• Electoral Bond News: নির্বাচনী বন্ড ভাঙিয়ে কোন দলের পকেটে কত চাঁদা? কোথায় মিলবে তথ্য? জানুন
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • সোমবার থেকেই সকলের নজরে ছিল নির্বাচনী বন্ড নিয়ে এসবিআইকে দেশের শীর্ষ আদালত কী নির্দেশ দিচ্ছে। এদিন দেশের শীর্ষ আদালত নির্বাচনী বন্ড নিয়ে এসবিআইয়ের শীর্ষ আবেদন খারিজ করে দেয়। অতিরিক্ত সময়ের আর্জি খারিজ করার আগেই দেশের শীর্ষ আদালত কড়া ভাষায় জানিয়ে দেয় মঙ্গলবার নির্বাচনী বন্ডের সব তথ্য বিশদে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা করতে হবে। সুপ্রিম নির্দেশ মেনে সেই তথ্য মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্য়ে কমিশনের কাছে হস্তান্তর করল এসবিআই।কবে, কোথায় প্রকাশিত হতে পারে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য?

    ১৫ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ১৫ মার্চের পরে নির্বাচনী বন্ড সংক্রান্ত সব তথ্য় দেখা যেতে পারে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। তবে যে তথ্য জমা দেওয়া হয়েছে তা অনেক বড়। শুক্রবারের মধ্যে সব তথ্য গুছিয়ে আপলোড করা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে চ্য়ালেঞ্জিং হতে পারে।

    ২০১৮ সালে নির্বাচনী বন্ড প্রকল্প চালু হওয়ার পর থেকে ৩০ দফায় ১৬ হাজার ৫১৮ কোটি টাকা মূল্যের নির্বাচনী বন্ড জারি করেছিলে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত অনুদান পেয়েছে, কারা তাদের অনুদান দিয়েছে, তা প্রকাশ্যে আনার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ৬ মার্চ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময় পেরিয়ে যাওয়ার পরেও SBI নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য় কমিশনের কাছে জমা না দেওয়ায় ব্যাঙ্কের বিরুদ্ধে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। সোমবার সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবারের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য যদি এসবিআই প্রকাশ না করে তবে তাদের বিরুদ্ধে আদালতের নির্দেশ 'ইচ্ছাকৃত অমান্য' করার অভিযোগে আদালত অবমাননার মামলা হবে।

    কেন চালু হয়েছিল নির্বাচনী বন্ড?

    রাজনৈতিক তহবিলের স্বচ্ছাতা বাড়ানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের বিকল্প হিসেবে নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল। নির্বাচনী বন্ডগুলি শুধুমাত্র একটি যোগ্য রাজনৈতিক দলের দ্বারা একটি অনুমোদিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তোলা যাবে ও স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া এই বন্ডগুলি ইস্যুর করার জন্য একমাত্র অনুমোদিত ব্যাঙ্ক। ১৫ ফেব্রুয়ারি দেওয়া এক যুগান্তকারী রায়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কেন্দ্রের বিতর্কিত নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে তাকে অসাংবিধানিক বলে আখ্যা দেয়।
  • Link to this news (এই সময়)