• BJP Second Candidate List Update : তালিকায় বাংলার একাধিক হেভিওয়েট? BJP-র সেকেন্ড লিস্টে একগুচ্ছ চমকের ইঙ্গিত
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রায় চূড়ান্ত। যে কোনও মুহূর্তেই তা প্রকাশ করার সম্ভাবনা। জানা গিয়েছে, ১০০ আসনে এবার প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে গেরুয়া শিবির। যা নিয়ে ইতিমধ্যেই গত সোমবার রাতে বৈঠক সেরে ফেলেছেন শীর্ষ নেতারা। কোন কোন হেভিওয়েট BJP নেতা থাকতে পারেন এবারের তালিকায়? বাংলার কোন কোন আসনে ঘোষণা হবে প্রার্থীদের নাম?আট রাজ্যের ১০০টি আসনে প্রার্থীদের নাম নিয়ে চর্চা হয়েছে পদ্ম শিবিরে। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি ইতিমধ্যেই এই ১০০ জনের নামে সিলমোহর দিয়েছেন। তালিকায় রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক, মধ্য প্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ুর মতো রাজ্যেগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গের বাকি ২৩টির মধ্যে কোন কোন আসন থাকবে, তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।

    BJP-র কর্নাটক প্রদেশের অধ্যক্ষ বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পা বলেন, 'কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে কর্নাটকের ২৮টি আসন নিয়ে আলোচনা হয়েছে। JDS-এর সঙ্গে জোট নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। JDS-কে কর্নাটকে তিনটি আসন ছাড়া হতে পারে। তবে কোন কোন আসন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।'

    এর আগে ২৯ ফেব্রুয়ারি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়। মধ্যরাত সাড়ে ৩টে পর্যন্ত বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার পরের দিন, ১৬টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ১৯৫ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করে BJP। প্রথম তালিকায় প্রধানমন্ত্রী মোদি (বারানসী), শাহ (গান্ধীনগর) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (লখনউ) নাম ঘোষণা করা হয়। এই তালিকায় ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিন মন্ত্রীর টিকিট বাতিল করা হয়েছে। প্রথম দফার তালিকায় ২৮ জন মহিলা, ২৭ জন তফশিলি জাতি, ১৮ জন তফশিলি উপজাতি এবং ৫৭ জনকে অনগ্রসর শ্রেণির নেতাকে প্রার্থী করেছে পদ্ম শিবির। তালিকায় ছিল উত্তর প্রদেশের ৫১টি, পশ্চিমবঙ্গের ২০টি, মধ্যপ্রদেশের ২৪টি, গুজরাটের ১৫টি, রাজস্থানের ১৫টি, কেরালা ১২টি, তেলঙ্গানার ১২টি, ঝাড়খণ্ডে ১১টি, ছত্তিশগড়ে ১১টি এবং অসমের ১১টি, দিল্লিতে ৫টি আসন। এই তালিকায় ছিলেন একজন মাত্র মুসলিম ক্যান্ডিডেট। এখন দেখার দ্বিতীয় দফার প্রার্থীতালিকায় কী কী সারপ্রাইজ রাখে পদ্ম শিবির।
  • Link to this news (এই সময়)