• বহরমপুরেই অধীরের বিরুদ্ধে 'গো ব্যাক স্লোগান', ষড়যন্ত্র তত্ত্ব কংগ্রেসের
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • বহরমপুরের রাজনীতি রীতিমতো জমজমাট। সেখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে, কংগ্রেস এখনও প্রার্থী তালিকায় এই কেন্দ্রের নাম না রাখলেও বহরমপুর বরাবর অধীর চৌধুরীর কেন্দ্র হিসেবেই পরিচিত। ১৯৯৯ সাল থেকে তিনি সংশ্লিষ্ট কেন্দ্র থেকে লোকসভায় কংগ্রেসের জন্য জয় এনে দিয়েছেন।বহরমপুর বরাবর অধীর গড় হিসেবে পরিচিত। কিন্তু, এবার নিজের গড়েই অধীর চৌধুরীকে শুনতে হল গো ব্যাক স্লোগান। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁদের বোঝানোর চেষ্টা করেন অধীর চৌধুরী। কিন্তু, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিয়ে অধীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাঁদের। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল কংগ্রেসের।

    বুধবার বহরমপুরের অন্দ্রপ্রস্ত এলাকায় সাংসদ কোটায় পানীয় জলের কল বসাতে যান অধীর চৌধুরী। তিনি বলেন, 'আর্সেনিকমুক্ত জল সরবরাহের জন্য এই উদ্যোগ। কেন্দ্র সরকারের নিয়ম থাকা সত্ত্বেও জেলাশাসক সাংসদ কোটার টাকা খরচের অনুমোদন দিচ্ছেন না।' তাঁর কথা চলাকালীন স্থানীয় কিছু বাসিন্দারা অধীরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের মুখে ছিল নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের নাম।

    প্রথমে তাঁদের বোঝানোর চেষ্টা করেন অধীর চৌধুরী। কংগ্রেসের দাবি, যাঁরা এই কথা বলছিলেন তাঁরা তৃণমূল কর্মী। ইচ্ছাকৃতভাবে এই স্লোগান দেওয়া হয়েছে। মানুষ এর জবাব দেবে ভোটবাক্সে। অন্যদিকে, তৃণমূল নেতা তথা বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, 'স্থানীয় মানুষ ক্ষোভ দেখিয়েছে। তারা তৃণমূলের সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে এরসঙ্গে দলের কোনও যোগ নেই।'

    উল্লেখ্য, এই লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে বিজেপির করা হয়েছে নির্মল সাহাকে। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। দলীয় সূত্রে জানা যাচ্ছে, তিনি খুব শীঘ্রই প্রচার ময়দানে ঝাঁপাতে পারেন। সেই জন্য আপাতত বহরমপুরে তাঁর জন্য ভাড়াবাড়ির খোঁজ করা হচ্ছে।

    Adhir Chowdhury: CAA হয়েছে বলে কি আসমান ভেঙে পড়বে? পালটা অধীর রঞ্জন চৌধুরী

    ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, ‘৪২টি আসনের প্রার্থী তালিকায় একাধিক চমক দিয়েছে তৃণমূল। তার মধ্য়ে অন্যতম ইউসুফ পাঠান।’ তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই অধীর চৌধুরী বলেছিলেন, ‘বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই ইরফান পাঠানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।’

    এদিকে ১৯৯৯ সাল থেকে এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে হারেননি অধীর চৌধুরী। এই বারেও সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করবে হাত শিবির, তা অঘোষিত হলেও একপ্রকার দিনের আলোর মতো পরিষ্কার। এখন দেখার সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জয়ের ধারা কি অব্যাহত রাখতে পারে কংগ্রেস?
  • Link to this news (এই সময়)