'অর্জুন এখনও বিজেপির সাংসদ, কোথায় দাঁড়াবে ওঁর ব্যাপার', বললেন মমতা
এই সময় | ১৩ মার্চ ২০২৪
ব্যারাকপুরে টিকিট না পেয়ে ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন সিং। এমনকী ইঙ্গিতে ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়াই করা আভাসও দিয়েছেন তিনি। সেক্ষেত্রে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে বিভিন্নমহলে। এরই মাঝে এবার অর্জুন সিংকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন, 'অর্জুন এখনও বিজেপির সাংসদ। ও কোথায় দাঁড়াবে ওর ব্যাপার। পার্থ ভৌমিক আমাদের প্রার্থী।'মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ও (অর্জুন সিং) এখনও বিজেপির সাংসদ, ও বিজেপির সাংসদ পদ ছাড়েনি। বিজেপির টিকিটেই নির্বাচিত আছে। সুতরাং এটা ওঁর স্বাধীনতা, ও কোন দলে দাঁড়াবে না দাঁড়াবে। আমরা রাজনতিক লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থা ভৌমিক। ভালো ছেলে, আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে।'
'ও এখনও বিজেপির সাংসদ, ও বিজেপির সাংসদ পদ ছাড়েনি। বিজেপির টিকিটেই নির্বাচিত আছে। সুতরাং এটা ওঁর স্বাধীনতা, ও কোন দলে দাঁড়াবে না দাঁড়াবে।অর্জুন সিং
গত ১০ তারিখ ব্রিগেডে জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেই তালিকায় ব্যারকপুর লোকসভা আসনে টিকিট দেওয়া হয় পার্থ ভৌমিককে। এরপরেই তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন অর্জুন সিং। তাঁর সঙ্গে 'বিশ্বাস ভঙ্গ' করা হয়েছে বলে সরাসরি অভিযোগ তোলেন অর্জুন সিং। তিনি যখন বিজেপি থেকে ফের তৃণমূলে এসেছিলেন, সেই সময় তাঁকে ব্যারাকপুরে টিকিট দেওয়ার প্রতিশ্রুত দেওয়া হয়েছিল বলেও দাবি করেন অর্জুন। তাকে 'ধোকা' দেওয়া হয়েছে বলে সরাসরি অভিযোগ তোলেন ভাটপাড়ার এই নেতা।
এখানেই শেষ নয়, পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিতও দিয়েছেন তিনি। যদিও তিনি বিজেপিতে ফের ফিরবেন কি না, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেননি তিনি। মঙ্গলবার অর্জুন অভিযোগ করেন, তৃণমূল তাঁকে ব্যবহার ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। তৃণমূলের কাছে তিনি 'আনওয়ান্টেড' বলেও মন্তব্য করেন অর্জুন সিং। তিনি বলেন, 'তৃণমূলের কাছে এখন আমার প্রয়োজন ফুরিয়েছে। আমার দুর্ভাগ্য দেড় বছর নষ্ট হল, যেদিন দলে এসেছিলাম সেদিনই বলা হয়েছিল টিকিট দেওয়া হবে, তারপর ৫ বার ইন্টারভিউ হল, আমি ফেল করে গেলাম।'
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। বিজেপির টিকিটেই ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে পা রাখেন অর্জুন। যদিও বিজেপিতেই নিজের সাংসদ মেয়াদের ৫ বছর পূর্ণ করেননি তিনি। মাঝেই ফিরে আসেন তৃণমূলে। তবে এবার ফের একবার তৃণমূলের বিরুদ্ধে সরব অর্জুন।