বহরমপুরে ভাড়া বাড়ির খোঁজে ইউসুফ, নবাবের শহরে কবে থেকে প্রচারে পাঠান?
এই সময় | ১৩ মার্চ ২০২৪
আপাতত মাস কয়েকের জন্য বহরমপুরের বাসিন্দা হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এই বছর মুর্শিদাবাদের বহরমপুর থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। ফলে নিজের নির্বাচনী কেন্দ্রে থেকে ভোট প্রচার চালাবেন তিনি। দলীয় সূত্রে খবর, বর্তমানে ক্রিকেটারের পছন্দের বাড়ি খোঁজার কাজ চলছে বহরমপুরে। এক-দু'দিনের মধ্যেই তাঁর বাড়ি ঠিক হয়ে যাবে বলে তৃণমূল সূত্রে খবর। তবে কবে তিনি তল্পিতল্পা গুছিয়ে বহরমপুরে আসছেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে অনেকের মধ্যেই।এই বিষয়ে জেলা তৃণমূলের শীর্ষ নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অশোক দাস বলেন, 'আমাদের বলা হয়েছে নির্বাচনের দিন ঘোষণা হলেই বহরমপুরে ঢুকবেন ইউসুফ পাঠান। ভোট শেষের আগে আর বাড়িমুখো হবেন না। প্রার্থীর অবর্তমানে আমরা দেওয়াল লিখন প্রায় শেষ করে ফেলেছি। প্রচারও চলছে।' এদিকে ইরফান পাঠানকে দেখার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষায় রয়েছে জেলার ক্রিকেট মহল। কেকেআর-এর প্রিয় ক্রিকেটারের সঙ্গে সেলফি তুলতে ইতিমধ্যেই খেলোয়াড় থেকে শুরু করে গোটা যুব সম্প্রদায়ের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। সবার একটাই প্রশ্ন, কবে প্রচারে নামবেন ইউসুফ পাঠান?
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সংগীতশিল্পী তথা মন্ত্রিসভার বর্তমান সদস্য ইন্দ্রনীল সেন। সেবার তিনিও বহরমপুর শহরে বাড়ি ভাড়া নিয়ে ঘাঁটি গেড়ে বসেছিলেন, চালিয়েছিলেন প্রচার। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, 'ইউসুফ পাঠান আর্ন্তজাতিকমানের সেলিব্রিটি। তাঁর থাকার জন্য উপযুক্ত জায়গা খুঁজছি আমরা। গোরাবাজার এলাকায় বাড়ি ভাড়া নেওয়া হতে পারে।' পাশাপাশি তৃণমূলের একাংশের দাবি, ইউসুফ পাঠানের থাকার জন্য বহরমপুরে পাঁচতারা কোন হোটেলের স্যুইটও নেওয়া হতে পারে। সেক্ষেত্রে দলীয় প্রার্থী কবে বহরমপুর ঢুকছেন সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল শিবির। ইউসুফ বহরমপুরে ঢুকলেই তাঁকে নিয়ে প্রচারে ঝাঁপাবে তৃণমূল শিবির। প্রচারের প্রাথমিক ব্লুপ্রিন্ট তৈরির কাজ চলছে। প্রচারে কোন কোন সেলিব্রিটিকে নামান হবে তারও তালিকা তৈরি করা হয়ে গিয়েছে।
এই বিষয়ে মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, 'গত বিধানসভা নির্বাচনে বহরমপুর লোকসভার সাতটি বিধানসভার ছ'টিতেই আমরা জয়ী হয়েছি। বহরমপুর বিজেপির দখলে গিয়েছে। অধীর চৌধুরীর সঙ্গে মোকাবিলা করতে বহরমপুরের উপরে বেশি নজর রাখব।' প্রসঙ্গত, ইউসুফকে প্রার্থী করে বঙ্গ রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে তৃণমূল। আর সেক্ষেত্রে সময় যত এগোবে ততই এই রাজনৈতিক উত্তজনার পারদ চড়তে থাকবে বলে মনে করছে ওয়াকিবহালমহলের একাংশ।