• Nimta Murder Case Today : 'ক্রিমিনালের চেয়েও বড় ক্রিমিনাল', নিহত ব্যবসায়ীর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর বললেন মমতা
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • ব্যবসায়ী খুনের ঘটনায় উঠে আসছে একের পরে এক চাঞ্চল্যকর ঘটনা। জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই নিহত ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এবার ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত অনির্বাণ গুপ্তর থেকে ব্যবসার টাকা ফের আনতে গিয়েই ব্যবসায়ী ভাব্য লাখানিকে খুন হতে হয় বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, গত সোমবার বালিগঞ্জে নিজের অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী ভাব্য লাখানি। মাঝে স্ত্রীয়ের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। সেই সময় তিনি স্ত্রীকে জানান নিমতায় একজনের বাড়িতে তিনি যাবেন। ওই ব্যক্তির কাছ থেকে তিনি ৫০ লাখ টাকা পান বলেও স্ত্রীকে জানান ভাব্য। অভিযোগ, নিমতায় ভাব্যর সঙ্গে কথা বলার সময়ই তাঁর ওপর উইকেট নিয়ে হামলা চালান অনির্বাণ। ভাব্যর মাথায় উইকেট দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। এরপর ছাদের ট্যঙ্কের নিচে দেহ বস্তার মধ্যে ঢুকিয়ে লুকিয়ে রাখা হয়। দেহ লোপাট করতে তার উপরে পাঁচিলও গেঁথে দেওয়া হয়।

    এদিন পরিরবারের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী বলেন, 'এরা ক্রিমিনাল নয়, ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল। প্রি-প্ল্যানড, পুলিশের রিপোর্ট থেকে দেখতে পেলাম। ছেলে আইসিএসই পরীক্ষা দিচ্ছে, কালকেও পরীক্ষা দিয়ে এসেছে। আর একটি ছেলে ক্লাস সেভেনে পড়ে। মা আছেন এবং স্ত্রী আছেন। বাড়িতে গার্জিয়ান বলতে তিনি ছিলেন। পরিবারটা একা হয়ে যাওয়ার মতো অবস্থা। পুলিশ সমস্ত কড়া পদক্ষেপ করবে, সেই কারণে কেসটা নিমতা থানা থেকে লালবাজার হোমিসাইডকে দেওয়া হয়েছে।'

    কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, 'ভাব্য লাখানি ওষুধের ব্যবসা করতেন। তিনি নিখোঁজ হওয়ার পরেই তদন্ত শুরু হয়। অনির্বাণ গুপ্তকে থানায় আনা হয়। তখন তিনি স্বীকার করেননি। এরপর সুমন দাসকে অনির্বাণ গুপ্তার সামনে নিয়ে যাওযা হয়। তখন অনির্বাণ গুপ্তা স্বীকার করেন। দুপুরে ভাব্য লাখানি সেখানে পৌঁছন। টাকা পয়সা নেওয়া দেওয়া নিয়ে কথা ছিল। সেই সময় তাঁকে খুন করে, দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে দেহ চারিদিক থেকে ডেকে দেওয়া হয়। ২ জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। দেখছি আর কেউ জড়িত কি না। আরও কেউ জড়িত থাকলেও দ্রুত গ্রেফতার করা হবে।'
  • Link to this news (এই সময়)