Swapan Banerjee : সম্পর্ক ছিন্নের কথা শুনেই সিদ্ধান্ত বদল বাবুনের, ৪৮ ঘণ্টার মধ্যে দিদির সঙ্গে কথা বলার বার্তা
এই সময় | ১৩ মার্চ ২০২৪
সকাল থেকেই চর্চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্য়োপাধ্যায়। তৃণমূলের হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করে নির্দল হয়ে ভোটে লড়াই করার বার্তা দিয়েছিলেন। আর এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবার বিতর্কের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিবার তন্ত্রে তিনি বিশ্বাস করেন না। দল যাঁকে প্রার্থী হিসেবে বিবেচনা করেছে, তিনিই থাকবেন। দলের সিদ্ধান্ত সর্বোপরি। পাশাপাশি ভাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছেন তিনি।মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার পরেই সুর নরম হল স্বপনের। তিনি একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি এটা একটা ভুয়ো খবর। আমি মনে করে যতদিন বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন আমি নেত্রীর সঙ্গে থাকব। জনগনের কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই কথা শোনার পরেই কার্যত ইউ টার্ন নিয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,দিদি তাঁকে যা বলেছেন তা আশীর্বাদ হিসেবে মেনে নিচ্ছেন। দিদির সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কথা বলবেন বলেও জানিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, 'ও ছেলেবেলার কথা ভুলে গিয়েছে। বাবা যখন মারা গিয়েছিল ওর আড়াই বছর বয়স ছিল। সেই সময় আমি কাজ করে ৪৫ টাকা পেতাম। তারপর রাজনীতি শুরু করি।'
স্মৃতিচারণ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই প্রথমবার নয়, ভাই বাবুনের জন্য এর আগেও একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। তাঁর পরিবার মা মাটি মানুষ স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলেছিলেন, ‘প্রসূন বন্দ্য়োপাধ্যায় আমার কাছে অ্যালার্জির মতো। দলে অনেক যোগ্যরা ছিল। তাঁদের প্রার্থী করা যেত।’ এই প্রেক্ষাপটে বেশ কয়েকজনের নামও উল্লেখ করেছিলেন তিনি।
এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, প্রয়োজনে তিনিই হাওড়া থেকে লড়বেন নির্দল প্রার্থী হয়ে। তবে বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলেছিলেন, ‘আমি দলের জন্মলগ্ন থেকে আছি। দিদির নির্দেশ শিরোধার্য্য।’ কিন্তু, হাওড়ার প্রার্থী আমি মেনে নিতে পারছিলেন না বলে জানান। যদিও এই সিদ্ধান্ত কোনও বদল হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সুর নরম স্বপনের।