Election Commission Of India : নির্বাচনী বন্ডের হিসাব কবে প্রকাশ? মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার
এই সময় | ১৩ মার্চ ২০২৪
সুপ্রিম কোর্টের ধমক খেয়ে ইতিমধ্যেই নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার প্রশ্ন উঠছে সেই তথ্য প্রকাশ্যে কবে আনা হবে? এই নিয়ে এবার মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার।বর্তমানে তিনদিনের সফরে জম্মু ও কাশ্মীরে রয়েছেন রাজীব কুমার। ইলেকশন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফার পর এই মুহূর্তে কমিশনের ফুল বেঞ্চে রয়েছেন কেবলমাত্র রাজীব কুমারই। তিনি ভূস্বর্গে লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচন করানো যায় কি না, তার প্রস্তুতি খতিয়ে দেখেছেন বিগত তিনদিনে। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসের সুরে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 'আমরা দৃঢ় প্রতিজ্ঞ। গোটা দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশিই কাশ্মীরে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। সেই মতো প্রস্তুতি সারা হয়ে গিয়েছে।'
সাংবাদিক বৈঠকে তাঁকে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। কবে প্রকাশ্যে আনা হবে নির্বাচনী বন্ডের হিসেবের খতিয়ান? এ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ১২ মার্চ SBI নির্বাচন বন্ডের সমস্ত হিসেব আমাদের কাছে জমা করেছে। আমি দিল্লি ফিরে গিয়ে সেই ডেটা খতিয়ে দেখব। এরপর নির্ধারিত সময় সেই ডেটা সকলের সামনে আনা হবে। নির্বাচন কমিশনার প্ল্যাটফর্মটি সর্বদাই সমস্ত তথ্য প্রকাশ্যে আনার পক্ষে। আমরা তিনটি জিনিসে বিশেষ গুরুত্ব দিই। ডিসক্লোজার, ডিসক্লোজার এবং ডিসক্লোজার। অর্থাৎ যে কোনও তথ্য জনসমক্ষে নিয়ে আসা। এবারও তার অন্যথা হবে না।'
বুধবার দেশের শীর্ষ আদালতে জমা করা হলফনামায় SBI উল্লেখ করেছে, নির্বাচনী বন্ড কেনার তারিখ, বিন্যাস, ক্রেতার নাম (রাজনৈতিক দল) এবং কবে তা ভাঙানো হয়েছে সেই সম্পর্কিত সমস্ত তথ্যে রেকর্ড রয়েছে তাদের কাছে। ২০২৪ সালের ১২ মার্চ ব্যাঙ্কিং বিজনেস আওয়ার শেষ হওয়ার আগে এই রেকর্ডের তথ্য নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। পাসওয়ার্ড প্রোটেকটেড ডিজিটাল ফরম্যাটে গোটা বিষয়টা তুলে ধরা হয়েছে SBI-এর পক্ষ থেকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা একটি বিবৃতি অনুযায়ী, সুপ্রিম কোর্টের ১৫ ফেব্রুয়ারি এবং ১১ মার্চ দেওয়া নির্দেশ মোতাবেক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১২ মার্চ নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা করেছে। আগামী ১৫ মার্চ সেই তথ্য ইলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টে যে মুখবন্ধ খামে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা পড়েছে, সেটিও সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে আনা হবে।