• Lok Sabha 2024 Opinion Poll : দুই বড় রাজ্যে আসন মাত্র ১, দক্ষিণে ধাক্কা BJP-র?
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনে ৪০০ আসনের টার্গেট নিয়ে ঝাঁপিয়ে পড়েছে BJP। এবারে পদ্ম নেতাদের বিশেষ ফোকাসে দক্ষিণ ভারত। সম্প্রতি তামিলনাড়ু সফরে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। পরিবারতন্ত্রের অভিযোগ তুলে শাসকদল DMK-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি।তামিলনাড়ুতে পদ্ম ফোটানোর প্রচেষ্টায় চলতি বছর চারবার সে রাজ্যে সফর করেছেন প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও BJP সেখানে লোকসভায় তেমন ফায়দা করতে পারেবে না। দক্ষিণের দু'টি রাজ্য মিলিয়ে গেরুয়া শিবিরের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। ধাক্কা খেতে পারে BJP। একটি জনমত সমীক্ষায় এমনটাই ইঙ্গিত মিলছে। এবারের লোকসভা ভোটেও BJP এ রাজ্যে খাতা খুলতে পারবে না বলে জানা যাচ্ছে। তবে এই ধরণের জনমত সমীক্ষা ইঙ্গিত মাত্র। বাস্তবের সঙ্গে এর মিল নাও থাকতে পারে।

    তামিলনাড়ুতে খুলবে না BJP-র খাতালোকসভা ভোটের আগে ABP এবং সি ভোটার একটি জনমত সমীক্ষা করেছে। যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের ঝড় উঠবে। ওপিনিয়ন পোলের রিপোর্ট মোতাবেক, এই রাজ্যের ৩৯টি আসনেই জিতবেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা। অন্যদিকে, BJPM AIADMK এবং অন্য দলগুলি খাতাও খুলতে পারবে না।

    কে কত ভোটে জয় পাবে?ভোটের শতাংশের বিচারে ABP সি ভোটারের জনমত সমীক্ষা জানাচ্ছে, ইন্ডিয়া জোটের ঝুলিতে যাবে ৫৫ শতাংশ ভোট। AIADMK পেতে পারে ২৮ শতাংশ ভোট। BJP পাবে মাত্র ১১ শতাংশ। অন্যদের ঝুলিতে যাবে ৬ শতাংশ ভোট।

    ২০১৯ সালের ফলাফল২০১৯ সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেস এবং সহযোগী দলগুলি অধিকাংশ আসনে জয় পেয়েছিল। গতবারের নির্বাচনে ২৩টি আসনে জয়ী হয়েছিল DMK। কংগ্রেস পেয়েছিল ন'টি আসন।

    কেরালায় মাত্র ১সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, কেরালাতেও খুব একটা আশার আলো নেই BJP-র। গেরুয়া জোট এ রাজ্যে পেতে পারে মাত্র ২০ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৪৫ শতাংশ ভোট। বামদের ঝুলিতে যেতে পারে ৩১ শতাংশ ভোট। আসনের নিরিখে সবক'টি কংগ্রেস জিতবে। এবারও এই রাজ্য়ের ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের রাহুল গান্ধী। বিপক্ষে লড়ছেন CPI-এর সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী তথা বাম নেত্রী অ্যানি রাজা।

    উল্লেখ্য, এই সার্ভেতে ৪১ হাজার ৭৬২ জন অংশগ্রহণ করেছিলেন। ১ ফেব্রুয়ারি থেরে ১০ মার্চের মধ্যে এই জনমত সমীক্ষা করা হয়। লোকসভা ভোটের ৫৪৩ আসনে এই সার্ভে করা হয়।
  • Link to this news (এই সময়)