Election Opinion Poll: লোকসভা ভোটে কোন রাজ্যে কেমন ফল করতে পারে বিজেপি-কংগ্রেস? দেখুন জনমত সমীক্ষা রিপোর্ট
এই সময় | ১৩ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা হবে তাই এখন দেশের অন্য়তম আলোচ্য বিষয়। সকলে রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন দিনক্ষণ ঘোষণার অপেক্ষায়। তার আগে দেশের জনগণ কী ভাবছে তার আগাম আঁচ পেতে জনমত সমীক্ষা করল এবিপি সি ভোটার। সেই সমীক্ষায় কী জানা যাচ্ছে। দেখে নেওয়া যাক এক নজরে। তবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, জনমত সমীক্ষার ফলাফল যে সবসময় মিলে যায় এমন কিন্তু নয়। চূড়ান্ত রায়ের কিছুটা আঁচ পাওয়া যায় এই সমীক্ষার ফলাফল দেখে। অনেক ক্ষেত্রেও এটি সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়েছে। তাই নির্বাচনের চূড়ান্ত ফলাফল বেরোনো না পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যায় না। সবচেয়ে বড় বিষয় হল গণতন্ত্রে মানুষের রায় শেষ কথা। তার আগে এই সমীক্ষা থেকে জনগণের একাংশ কী ভাবছেন, তাঁদের মত কী তারই আভাস পাওয়া যায় সমীক্ষা থেকে।ফের কী ক্ষমতায় এনডিএ?
জম্মু-কাশ্মীর ও লাদাখ
দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রেই সমীক্ষা চালায় এবিপি সি ভোটার। এর মধ্যে জম্মু-কাশ্মীরের যে পাঁচটি আসন রয়েছে তাতে জনমত সমীক্ষা করে দেখা যায় এখানে কংগ্রে, পেতে পারে ৪৪ শতাংশ ভোট। বিজেপি ঝুলিতে যেতে পারে ৪২ শতাংশ ভোট। সমীক্ষা অনুযায়ী , পিডিপি এবং অন্যান্যরা পকেটে পুরতে পারে ৭ শতাংশ ভোট। পূর্বাভাস লাদাখে এগিয়ে থাকতে পারে বিজেপি। ৪৪ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। অন্য়দিকে কংগ্রেসের ৪১ শতাংশ ভোট ও বাকিদের ১৫ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরাখণ্ড
সমীক্ষা অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপির 'ক্লিন সুইপের' সম্ভাবনা রয়েছে। পাঁচটি আসনেই বিপুল ভোটে জয়ের সম্ভাবনা বিজেপির। এ রাজ্যে খাতা খোলার সম্ভাবনা কংগ্রেসের জন্য প্রায় নেই বললেই, এমনটাই সমীক্ষা রিপোর্টে উল্লেখ।
হিমাচল প্রদেশ
জনমত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, উত্তর ভারতের এই রাজ্যেও কংগ্রেসের জন্য তেমন ভাবে জয়ের কোনও সম্ভাবনা নেই। এই রাজ্য়ের ৪টি আসনে জয়ী হতে পারে বিজেপি। সমীক্ষা রিপোর্টের বিচারে, রাজ্যওয়ারি বিচারে হিমাচল প্রদেশেই সবচেয়ে বেশি ভোট পেতে পারে বিজেপি। ৬৬ শতাংশ ভোট পেতে পারে গেরুয়া শিবির। অন্য়দিকে হাত শিবির পেতে পারে ৩৩ শতাংশ ভোট।
রাজস্থান
লোকসভা ভোটে এই রাজ্যে পদ্মে আস্থা রাখতে পারেন মরুরাজ্যের বেশির ভাগ মানুষ। সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যে বিজেপি পেতে পারে ৬০ শতাংশ ভোট, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৯ শতাংশ ভোট।
গুজরাট
প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাট। সমীক্ষায় পূর্বাভাস, কংগ্রেস এখানে অনেকটাই পিছিয়ে থাকতে পারে। মাত্র ৩৫ শতাংশ ভোট হাসিল করতে পারে গ্র্য়ান্ড ওল্ড পার্টি। আসন সংখ্যার বিচারে পশ্চিমের এই রাজ্য়ে ২৬টি কেন্দ্রেই 'কমল' ফোটার ইঙ্গিত জনমত সমীক্ষার রিপোর্টে।
তামিলনাড়ু
দক্ষিণ ভারতের এই রাজ্য়ে UPA-এর কিছুটা আশার আলো দেখার সম্ভাবনা রয়েছে। জনমত সমীক্ষার পূর্বাভাস এই রাজ্যে ৫৫ শতাংশ ভোট পেতে পারে ইউপিএ। ১১ শতাংশ ভোট যেতে পারে NDA-এর ঝুলিতে। AIDMK ২৮ শতাংশ ও বাকিরা ৬ শতাংশ ভোট পেতে পারে, উল্লেখ সমীক্ষা রিপোর্টে। আসনের বিচারে এই রাজ্যে ৩৯টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের।
কেরল
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এ রাজ্য়ে খুব একটা আশার আলো নেই বিজেপির। বিজেপি পেতে পারে ২০ শতাংশ ভোট। কংগ্রেস জোট পেতে পারে ৪৫ শতাংশ ভোট। বামদের ঝুলি ভরতে পারে ৩১ শতাংশ ভোটে। আসনের নিরিখে সবক'টি কংগ্রেসের ঝুলিতে যেতে পারে। এবার এই রাজ্য়ের ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের রাহুল গান্ধী।