• গ্যারেজে মার্সিডিজ-বিএমডব্লিউ, বছরে আয় কোটি টাকার বেশি! কতটা ধনী ঘাটালের তৃণমূল প্রার্থী দেব?
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • মাটির কাছাকাছি থেকে তাঁর বড় হওয়া। প্রত্যন্ত গ্রামের ছেলে তিনি। যদিও বাবার কর্মসূত্রে আরব সাগরের পাড়ে রঙিন দুনিয়া খুব কাছ থেকে দেখা তাঁর। প্রথম ছবি ফ্লপ হলেও দ্বিতীয় ছবি 'আই লাভ ইউ' থেকেই তাঁকে মনের মণিকোঠায় বসিয়েছিলেন দর্শক। পরে তাঁর রাজনীতির আঙিনায় পা রাখা। তৃতীয় বারের মতো ঘাটাল কেন্দ্র থেকে দীপক অধিকারী তথা দেবকেই প্রার্থী করেছে তৃণমূল।তিনি পরপর দু'বার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এই বারেও তিনি জয়ী হলে কার্যত হ্যাট্রিক করবেন। তাঁর বিপরীতে টলিউডের অপর তারকা হিরণকে প্রার্থী করেছে BJP। কিছুদিন আগেই তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এরপরেই দেবের রাজনৈতিক সন্ন্যাসের জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়। যদিও সেই যাবতীয় জল্পনায় জল ঢেলে দেব জানিয়েছিলেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাঁকে ছাড়বে না। এরপরেই স্পষ্ট হয়ে যায়, তিনি আরও একবার ভোটে লড়তে চলেছেন।

    রবিবার তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করে জল্পনায় শিলমোহর দিয়েছে। ঘাটালে এবারেও তৃণমূলের সৈনিক দেবই। টলিউডের এই তারকা, প্রযোজক, রাজনীতিকের ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন? ২০১৯ সালে লোকসভা নির্বাচনে নিয়ম মোতাবেক হলফনামা জমা দিয়েছিলেন দেবও। সেই পাঁচ বছর আগের তথ্যই তুলে ধরা হল।

    দেবের আয় কত?

    ২০১৯ সালে যে হলফনামা দেব জমা দিয়েছিলের সেই মোতাবেক ২০১৭-১৮ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ২৪ লাখ ৪ হাজার ৫৬০। তার আগের বছর দেবের আয় ছিল ৩ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৪২০। ভোট ঘোষণার সময় তাঁর হাতে ছিল ২ লাখ ৮৫ হাজার ২৫৮ টাকা।

    দেব হলফনামা

    তাঁর ব্যাঙ্ক এবং বিমাতে কত টাকা বিনিয়োগ?

    Dev Adhikari Political career : হ্যাট্রিকের পথে ঘাটালের দেব? সফর রিভিউ

    যে হলফনামা দেব জমা দিয়েছিলেন সেই মোতাবেক তাঁর একাধিক ব্যাঙ্কে বেশ কিছু ফিক্সড ডিপোজিট এবং কয়েকটি সেভিংস স্কিম ছিল। এর মধ্যে একটিতে ১০ লাখ, অপরটিতে ৩৫ লাখ ৪২ হাজার, ২ লাখ ২৪ হাজার, ২ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার, ৩৭ লাখ ৯২ হাজার এবং ৬৮ লাখ ৪ হাজার টাকা ছিল। তবে দেবের উপর ঋণ ছিল ৪১ লাখ ৯৬ হাজার ৪৫২ টাকার।

    দেবের কাছে সেই সময় ছিল একটি আট লাখের BMW, প্রায় ৩৬ লাখের একটি মার্সিডিজ এবং একটি হুন্ডাই এল্যান্ট। এই গাড়িগুলির মোট দাম ছিল ৫২ লাখ ৯৮ হাজার ৩৯২। এছাড়াও তাঁর প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি ফ্ল্যাচ রয়েছে। ২০১৩ সালে তিনি ৩ কোটি ৭০ লাখে তা কেনেন।
  • Link to this news (এই সময়)