• গুড়াপের মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা
    এই সময় | ১৩ মার্চ ২০২৪
  • হুগলি জেলার গুড়াপে একটি দুর্ঘটনায় কাল প্রাণ হারিয়েছেন একসঙ্গে সাত জন। টোটো গাড়ির সঙ্গে ডাম্পারের ধাক্কা লাগার কারণে মৃত্যু হয় চালক সহ ছয় যাত্রীর। একটি শিশুও প্রাণ হারায়। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতকাল হুগলি জেলার গুড়াপে দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘একটি ডাম্পার টোটোকে ধাক্কা দিয়েছে। তাতে ৬ -৭ জন মারা গিয়েছে। তাঁদের পরিবারকে আমরা দু লাখ টাকা করে দিচ্ছি।’ জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিপূরণের এই টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

    মঙ্গলবার হুগলি জেলার গুড়াপের কংসারিপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি টোটোকে আচমকা ধাক্কা মারে একটি বেপরোয়া ডাম্পার গাড়ি। টোটো গাড়িতে ছিলেন এক শিশু সহ ছয় যাত্রী। স্থানীয় সূত্রে খবর, টোটোটি ভাস্তার দিক থেকে গুড়াপের দিকে যাচ্ছিল। ডাম্পার এসে ধাক্কা মারার পর চলার তলায় ঢুকে যায় গাড়িটি। পিষে যায় একের পর এক দেহ। তৎক্ষণাৎ তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছয়জনকে মৃত বলে জানায় হাসপাতাল। পরে টোটো চালকের মৃত্যু হয়।

    দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষের মৃত্যুর বদলে টাকাটা কিছুই নয়। অনেক সময় মানুষের কাজে লেগে যায়, যারা থেকে যায় তাঁদের জন্য।’ গতকালের ঘটনার পরেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। ওই টোটোতে ছিলেন বিদ্যুৎ বেড়া (২৯), তাঁর স্ত্রী প্রীতি বেড়া(২২) এবং তাঁদের পুত্র বিহান বেড়া(২)। এই পরিবারের বাড়ি হুগলি জেলার দাদপুর বক্রেশ্বর এলাকায়। এছাড়াও ওই টোটোয় ছিলেন কলেজ ছাত্রী সৃজা ভট্টাচার্য(২০)। তাঁর বাড়ি হুগলির ভাসতারা এলাকায় বলে জানা যায়। পাশাপাশি হুগলির পান্ডুয়া এলাকার নুপুর দাস(৫০) এবং রামপ্রসাদ দাস(৬২) এই দুর্ঘটনায় নিহত হন। পরে টোটো চালক সৌমেন ঘোষের মৃত্যু হয় হাসপাতালে।

    ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোটিকে ধাক্কা মারে বলেই জানান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই ডাম্পারের চালককে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত চালক মত্ত অবস্থায় ছিল কিনা, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (এই সময়)