Narendra Modi: ২ মাসে ৩ বিখ্যাত পর্যটন কেন্দ্রে মোদীর পায়ের ধুলো, তালিকায় কোন কোন সাইড সিইন?
এই সময় | ১৪ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের চূড়ান্ত ব্য়স্ততা। টাইট শিডিউল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। সাম্প্রতিক সময়ে একাধিক রাজ্য়ে ঝটিতি সফরে কখনও প্রচারে, কখনও আবার কর্মীদের লক্ষ্য বেঁধে দিতে, কখনও আবার একাধিক প্রকল্পের শিলান্যাসে ব্যস্ত তিনি। তারই ফাঁকে ফাঁকে প্রধানমন্ত্রী দেখা গিয়েছে দর্শনীয় স্থানগুলির সৌন্দর্য্য উপভোগ করতে। হাজারও ব্য়স্ততার মাঝেও কখনও প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেছেন কখনও আবার আধ্যাত্মিকতায় ডুব দিয়েছেন। কখনও মলদ্বীপের নির্জন সমুদ্র সৈকতে উপভোগ করেছেন নৈঃস্বর্গিক সৌন্দর্য্য কখনও আবার স্কুবা ড্রাইভিং করে পৌঁছে গিয়েছেন সমুদ্রের তলদেশে। ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে অতল সমুদ্রের নীচেই হয়েছেন ধ্যানমগ্ন। সোশ্যাল মিডিয়ায় সফরের অভিজ্ঞতার কথা জনগণের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবিও পোস্ট করেছেন। একেবারে সাম্প্রতিক সময়ে কাজিরাঙা জাতীয় উদ্যানে গিয়ে হাতির পিঠে চড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিপে চড়েও কাজিরাঙার সৌন্দর্য্য উপভোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর জঙ্গল সাফারির ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চলতি বছরের শেষ দুই মাসে কোথায় কোথায় সফর করেছেন নমো? আপনিও ঘুরে আসতে পারেন সেই জায়গাগুলিতে।লাক্ষাদ্বীপ
২০২৪ সালের শুরুতে লাক্ষাদ্বীপ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপলোডের কিছুক্ষণের মধ্যে হু হু করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবি প্রকাশের পর মলদ্বীপের সঙ্গে লাক্ষদ্বীপের তুলনা শুরু হয়। এনিয়ে বিতর্ক হয়। বিতর্কিত মন্তব্য় করেন মলদ্বীপের একাধিক-নেতা মন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর সফরের পর উল্লেখযোগ্য ভাবে মলদ্বীপে পর্যটকের সংখ্য়া বৃদ্ধি পায়।
দ্বারকা
দ্বারকায় স্কুবা ড্রাইভিং করেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি তিনি দ্বারকায় সমুদ্রের গভীরে যান ও দ্বারকায় যে জলমগ্ন শহর রয়েছে সেখানে প্রার্থনা করেন। জলের নীচে দ্বারকায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী মোদী। ভগবান কৃষ্ণকে অর্পণ করতে একটি ময়ূরের পালক সঙ্গে নিয়ে যান তিনি। প্রধানমন্ত্রীর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয় দ্রুত।
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান
সম্প্রতি কাজিরাঙা জাতীয় উদ্যানে রাত্রিবাস করেন মোদী। জিপে চড়ে কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখার পাশাপাশি হাতির পিঠেও চড়েন। মোদীর হাতে ছিল অত্যাধুনিক ক্যামেরা। লখিমাই, প্রদ্যুম্ন এবং ফুলমাই নামের হাতিদের আখও খাওয়ান। কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রায় দুই ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রী মোদি। এলিফ্যান্ট সাফারি ও জিপ সাফারির করতে করতে অজস্র ছবি তোলেন প্রধানমন্ত্রী। গত বছরও মোদীকে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির থেকে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে পবিত্র পার্বতী কুণ্ড পরিদর্শন পর্যন্ত অনেক জায়গায় ভ্রমণ করতে দেখা গিয়েছিল।