• BJP Second Candidate List: চমকের পর চমক, লোকসভা ভোটে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা বিজেপির! কে কোন কেন্দ্রে টিকিট পেলেন?
    এই সময় | ১৪ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ৭২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। হামিরপুর থেকে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। নাগপুর থেকে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি। কর্নাল থেকে লড়বেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। পীযূষ গোয়েলকে প্রার্থী করা হয়েছে মুম্বই উত্তর থেকে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসরাজ বোম্মাই হাভেরি আসন থেকে টিকিট পেয়েছেন, বর্তমান সাংসদ তেজস্বী সূর্য বেঙ্গালুরু দক্ষিণ থেকে টিকিট পেয়েছেন। অশোক তানওয়ারকে সিরসা থেকে, বান্টো কাটারিয়াকে আম্বালা থেকে টিকিট দেওয়া হয়েছে। ধর্মবীর সিং ভিওয়ানি-মহেন্দ্রগড় থেকে, রাও ইন্দ্রজিৎ সিং যাদব গুরুগ্রাম থেকে এবং কৃষ্ণ পাল গুর্জার ফরিদাবাদ আসন থেকে প্রার্থী হয়েছেন।দ্বিতীয় প্রার্থী তালিকায় কারা কারা টিকিট পেলেন দেখে নিন

    প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে আলোচনা

    দ্বিতীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়। বিজেপি সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক এবং হরিয়ানায় কাদের টিকিট দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠকের আগে, হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী এবং জননায়ক জনতা পার্টির নেতা দুষ্যন্ত চৌতলা রাজ্যের দুই জোটের মধ্য়ে আসন ভাগাভাগি নিয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথে আলোচনা করেন।

    প্রথম তালিকায় মোদী, শাহসহ ১৯৫ জনের নাম

    বিজেপি প্রথম প্রার্থী তালিকায় ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা করে। ১৬টি রাজ্য এবং দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ১৯৫ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করা হয় বিজেপির তরফে। প্রথম তালিকায় প্রধানমন্ত্রী মোদী (বারাণসী), অমিত শাহ (গান্ধীনগর) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (লখনউ)-এর নামও রয়েছে। তালিকায় নাম রয়েছে ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর। বাতিল করা হয়েছে তিন মন্ত্রীর টিকিট। দলের প্রথম তালিকায় ২৮ জন নারী ও ৪৭ জন যুব প্রার্থীকে টিকিট দিয়েছে দ তফসিলি উপজাতির প্রার্থী ১৮ জন। ওবিসি প্রার্থীর সংখ্যা ৫৭। অর্থাৎ প্রায় ৩০ শতাংশ আসন ওবিসি সম্প্রদায়ের প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি। প্রথম তালিকায় উত্তরপ্রদেশের ৫১টি, পশ্চিমবঙ্গের ২০টি, মধ্যপ্রদেশের ২৪টি, গুজরাট ও রাজস্থানের ১৫ করে আসনে, কেরালা ও তেলঙ্গানার ১২টি করে আসন, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং আসামের ১১টি করে আসন অন্তর্ভুক্ত রয়েছে। একই সময়ে, দিল্লির পাঁচটি আসন সহ আরও কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

    উল্লেখ্য, গত রবিবার ৪২টি লোকসভা কেন্দ্রের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। চেনা মুখের পাশাপাশি একাধিক নতুন মুখ এবং জনপ্রিয় তারকাকে এবার টিকিট দিয়েছে জোড়াফুল শিবির। তবে বাংলার বাকি আসনগুলিতে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করা হয়নি বিজেপির তরফে।
  • Link to this news (এই সময়)