• ‘তমলুকে AIIMS হাসপাতাল আর…’, ভোটে জিতলে কী কী অঙ্গীকার দেবাংশুর?
    এই সময় | ১৪ মার্চ ২০২৪
  • কার্যত কঠিন লড়াইয়ে দলের তরুণ নেতাকে পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু গড় তমলুকে প্রার্থী করে পাঠানো হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। ইতিমধ্যে, কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার পর্ব শুরু করে দিয়েছেন তিনি।বুধবার দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী বুধবার দেবী বর্গভীমা মন্দিরে আসেন পুজো দিতে। মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেন পুজো দেন। ২১- এর বিধানসভা নির্বাচনে একাধিকবার তমলুক লোকসভা কেন্দ্রে এসে প্রচার করেছেন তিনি। ফলে তাঁর তমলুকের মাটি চেনা। সব বিচার মা বর্গভীমাই করবেন বলে জানান তরুণ নেতা।

    পাশাপাশি, এই কেন্দ্র থেকে জিতে আসলে তিনি কী কী কাজ করতে চান? সেই ব্যাপারেও সাংবাদিক বৈঠক করে জবাব দেন দেবাংশু। এদিন দেবাংশু জানান, আমি তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়লাভের পর এখানকার মানুষের জন্য টোল ফ্রি নম্বরের ব্যবস্থা করব। সেখানে এলাকার সমস্যা শোনা ও তার সমাধান করা হবে। পাশাপাশি, তমলুক রাজ্যের আরও একটি AIIMS হাসপাতাল করার ব্যাপারেও তিনি সংসদে উদ্যোগী হবেন বলেও জানান। সেই সাথে তমলুক তথা পূর্ব মেদিনীপুর জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন যে একাধিক উদ্যোগ নিয়েছিলেন, সেরকমই রেলের উন্নয়ন ঘটাতে আমাদের হাত শক্ত করতে হবে বলে দাবি তাঁর।

    এখনও পর্যন্ত এই কেন্দ্র থেকে বিজেপি কোনও প্রার্থী ঘোষণা করেনি। তবে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে দেবাংশু এদিন বলেন, ‘বিজেপি ডবল ইঞ্জিন সরকারের কথা বলে চলেছে। আমরাও চাই ডবল ইঞ্জিন সরকার। তবে আমাদের রাস্তা আলাদা। রাজ্যেও দিদি, কেন্দ্রেও দিদির মতো সরকার আসুক। তবেই বাংলার মতো দেশের উন্নয়ন হবে। আমার তার জন্য মানুষের সমর্থন নিচ্ছি।’ বুধবার তমলুকের নিমতৌড়িতে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করেন।

    তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ না হলেও সম্ভাব্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী হওয়ার প্রসঙ্গে দেবাংশু বলেন, ‘যেই প্রার্থী হোক আমাদের কোনও অসুবিধে নেই। আমাদের নেত্রী যেভাবে উন্নয়ন করেছে তাতে সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে।’ এদিন দেবাংশু প্রথমে তমলুকের প্রাচীন বর্গভীমা মন্দিরে ও শিব মন্দিরে পুজো দেন। তার পর এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন। পরে দুপুরে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সাংগঠনিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন।
  • Link to this news (এই সময়)