• ‘ও ভালো থাকুক…’, ‘বন্ধু’ অর্জুনকে ঘুমানোর পরামর্শ পার্থর
    এই সময় | ১৪ মার্চ ২০২৪
  • টিকিট না পেতেই বিদ্রোহ ঘোষণা করেছেন দলের বিরুদ্ধে। সাংসদ অর্জুন সিং অকপটে জানিয়েই দিয়েছেন, তাঁর তৃণমূলে ফিরে এসে এতদিন সময় নষ্ট হল। গেরুয়া শিবিরে ফিরে যাওয়াটা সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে। তাঁর কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে টিকিট দিয়েছেন। অবশেষে অর্জুন সিংকে নিয়ে মুখ খুললেন পার্থ ভৌমিক।নির্বাচনের প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর থেকেই দলের বিরুদ্ধে গোঁসা প্রকাশ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাতারাতি তাঁর অফিস থেকে সরিয়ে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, দলের লোগো, ব্যানার। দল টিকিট না দেওয়ার গেরুয়া শিবিরে গিয়েই তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন বলেই ধারণা রাজনৈতিক মহলে।

    তবে, তাঁরই ঘনিষ্ঠ পার্থ ভৌমিক কী বললেন? বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে প্রাথমিক ভাবে তিনি বিষয়টি এড়িয়ে যান। যদিও পরে বলেন, ‘আমি এগুলো কিছুই দেখছি না। বন্ধুর প্রতি শুভেচ্ছা রইল। আমার বন্ধু ভালো থাক।’ বন্ধুর একটু ভালো ঘুমের প্রয়োজন বলেও জানান তিনি। তবে ‘বন্ধুর’ প্রতি এদিন ক্ষোভ উগরে দিতে ছাড়েননি অর্জুন। এই কেন্দ্র থেকে বিজেপি ফের জিতবে বলেও দাবি করেন তিনি।

    'অর্জুনের স্বাধীনতা, আমাদের প্রার্থী পার্থ ভৌমিক' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

    পার্থ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে অর্জুন এদিন বলেন, ‘ব্যারাকপুরের কোনও মানুষের ভালো করেননি তিনি। বড়মা জমি তৈরির জন্য জমি নিতে গিয়ে অনেক হকার ভাইদের চোখের জল ফেলিয়েছেন। হরিপুর জুট মিলের শ্রমিকদের ভাঁওতা দেওয়া হয়েছে।’ ব্যারাকপুর তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে দাঁড়াবেন বলেও ইচ্ছা প্রকাশ করেন। তবে সেটি বিজেপির টিকিটে নাকি নির্দল হিসেবে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানতে চাননি তিনি।

    জানা গিয়েছে, প্রার্থী ঘোষণা হওয়ার পর অর্জুন সিং তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিপরীত মন্তব্য করায় তাঁর সঙ্গে যোগাযোগ করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী দিনে তাঁকে বরানগর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হবে বলেও জানান ফিরহাদ। কিন্তু সেই প্রস্তাবে মন গলেনি অর্জুনের। এরপর থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করা শুরু করেন তিনি। যদিও অর্জুন সিংয়ের বিষয়টি নিয়ে আজ মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অর্জুন সিং এখনও বিজেপির সাংসদ হয়েই রয়েছেন। তিনি বিজেপি থেকে পদত্যাগ করেননি। ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থ ভৌমিক লড়বেন, তাঁর হয়েই দলের সবাই একযোগে লড়বেন বলেও জানিয়ে দেন তিনি।
  • Link to this news (এই সময়)