Smoking Disadvantages : মহিলা ধূমপায়ীর সংখ্যায় বাড়ছে উদ্বেগ
এই সময় | ১৪ মার্চ ২০২৪
সিগারেটের প্যাকেটে নিকোটিন-জর্জরিত ফুসফুসের ছবি বা মাল্টিপ্লেক্সে ছবি শুরুর আগে তামাকজাত জিনিস সেবনের পরিণতি হিসেবে দেখানো বীভৎস মূর্তিগুলো কি আদৌ প্রভাব ফেলে জনমানসে? ধূমপান এবং অন্য তামাকজাত সামগ্রী ব্যবহারের আগে কি তার পরিণতি সম্পর্কে ভাবেন কেউ? এ নিয়ে সমীক্ষা চালিয়েছিল ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে (এনএফএইচএস)। ১৯৮৪ সাল থেকে মার্চের দ্বিতীয় বুধবারকে ‘নো স্মোকিং ডে’ হিসেবে পালন করা হয় ইউকে-তে। এই আবহে ধূমপান নিয়ে যে তথ্য প্রকাশ করেছে এনএফএইচএস, সেটা সত্যিই উদ্বেগজনক। ঝলকে সেই তথ্য —
সুখটানই দুঃখের কারণ
* ভারতে সবচেয়ে বেশি সিগারেট স্মোকার মিজোরামে (৮২.৫% পরিবার)
* বিড়ি টানায় দেশের শীর্ষে বাংলা
* উত্তর-পূর্বাঞ্চলে ধূমপায়ীর সংখ্যা সর্বাধিক
* সিগারেট স্মোকারের সংখ্যা সবচেয়ে কম তামিলনাড়ুতে (১৪.৬% পরিবার)
* মহিলা স্মোকারদের ৬ শতাংশ দিনে ২৫টার বেশি সিগারেট খান, পুরুষ স্মোকারদের ২.৮ শতাংশ এই তালিকায় আছেন
* ৬০.১ শতাংশ মহিলা স্মোকার দিনে পাঁচটার কম সিগারেট খান, এমন পুরুষ স্মোকার ৫২.১ শতাংশ