সোমবার থেকে গোটা দেশে কার্যকর হয়েছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। মঙ্গলবার থেকেই সরকারের ওয়েবসাইটে নাগরিকত্বের জন্য আবেদনের জন্য। সিএএ ইস্যুতে সুর চড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি। সিএএ বিরোধিতায় কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এমনকি দাবি করেছেন, বাংলায় সিএএ কার্যকর করতে দেবেন না তিনি। হাবড়ায় মতুয়া গড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাধারণ মানুষকে সতর্ক করেছেন সিএএ নিয়ে। কড়া ভাষায় সিএএ-র সমালোচনা করেছেন মমতা। সিএএ ইস্যুতে মমতার আক্রমণের পাল্টা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএএ ইস্যুতে মমতার বিরোধিতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'বিজেপি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। সেই দিন আর বেশি দূরে নেই। বিজেপি ক্ষমতায় এসে বাংলায় অনুপ্রবেশ বন্ধ করবে।' মমতাকে নিশানা করে শাহ বলেন, 'আপনি যদি এই ধরনের রাজনীতি করেন এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তুষ্টির রাজনীতি করে অনুপ্রবেশের অনুমতি দেন ও বিরোধিতা করেন তবে শরণার্থীরা নাগরিকত্ব না পেলে মানুষ আপনার সঙ্গে থাকবে না। আশ্রয় নেওয়া ব্যক্তি আর অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা তোষণের রাজনীতি করছে। বিজেপির কাছে সিএএ রাজনীতির বিষয় নয়।'
বুধবার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দাবি করেছেন, 'সিএএ-র সঙ্গে এনআরসি-র সম্পর্ক রয়েছে।' সেই সঙ্গে তিনি আবারও স্পষ্ট করে বললেন, 'বর্ণবৈষম্যের সিএএ আমি মানি না।' যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, সিএএ এবং এনআরসি সম্পূর্ণ আলাদা। দু’টি বিষয়ের মধ্যে কোনও সম্পর্ক নেই। মমতার দাবি, সিএএ নিয়ে যে রুলসবার করা হয়েছে তাতে কোনও স্বচ্ছতা নেই।
সোমবার সিএএ জারি করেছে নরেন্দ্র মোদী সরকার। তার পর থেকেই ওই আইনের প্রতিবাদে আন্দোলনে নামে বিরোধী দলগুলি। শুধু মমতা নন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, অনেকেই এই আইনের বিরোধিতা করেছেন। কেজরীওয়ালের অভিযোগ, এর ফলে পড়শি দেশ থেকে কোটিরও বেশি শরণার্থী ভারতে আসতে পারেন। তাঁরা এ দেশের মানুষের কাজ ছিনিয়ে নিতে পারেন। বুধবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, 'নির্বাচনের আগে, এটা একটা ললিপপ। মানুষের মধ্যে বৈষম্য হয়। তা মানব না। সবাইকে নিয়ে চলাটাই মানি।' একই সঙ্গে তিনি অভিযোগ করেন, 'মনে রাখবেন সিএএ-র সঙ্গে এনআরসি জুড়েছে।'