• BJP Second Candidate List: দ্বিতীয় দফায় ৭২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, কাটা গেল কোন কোন 'হেভিওয়েট'-এর নাম?
    এই সময় | ১৪ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। দ্বিতীয় দফায় ৭২ প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল কেন্দ্রের শাসক। এবার ৭২ জনের নাম ঘোষণা করায় ৫৪৩ লোকসভা আসনের মধ্যে ২৬৭ আসনে নাম ঘোষণা হল এখনও পর্যন্ত।দ্বিতীয় তালিকায় নাম রয়েছে নীতীন গড়কড়ি, অনুরাগ ঠাকুর, পীযূষ গয়ালের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের৷ তবে দ্বিতীয় দফার এই তালিকায় পশ্চিমবঙ্গের কোনও আসন নেই। দিল্লি, গুজরাট, হরিয়ানাম, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, কর্নাটক, মধ্য প্রদেশ, তেলেঙ্গনা, ত্রিপুরা এবং উত্তরাখণ্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির মোট ৭২টি আসনে বিজেপি প্রার্থীদের নাম প্রকাশ করেছে। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী।

    একাধিক বিদ্যমান সাংসদ টিকিট পাননি

    প্রথম প্রার্থী তালিকার মতোই দ্বিতীয় প্রার্থী তালিকাতেও একাধিক আসনে আগেরবারের সাংসদদের টিকিট দেওয়া হয়নি। মহারাষ্ট্রের ২০টি লোকসভা আসনের প্রার্থীর নাম উঠে এসেছে বিজেপির দ্বিতীয় তালিকায়। ২০১৯ সালে মহারাষ্ট্রের ২৫টি লোকসভা আসনে লড়ে ২৩টি নিরঙ্কুশ জয় পায় বিজেপি। এখনও পর্যন্ত ২৩ আসনের ২০টিতে প্রার্থী দিয়েছে বিজেপি। মহারাষ্ট্রের পাঁচজন বর্তমান সাংসদ টিকিট পাননি এখনও পর্যন্ত। মহারাষ্ট্র সরকারের প্রাক্তন মন্ত্রী পঙ্কজা মুন্ডেকে বিড থেকে টিকিট দেওয়া হয়েছে। পঙ্কজা এখান থেকে তাঁর ছোট বোন প্রীতম মুন্ডের জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। পঙ্কজা মুন্ডে ২০১৯ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে কোনও বড় পদ পাননি। বিজেপির তালিকায় জায়গা হয়নি দিল্লির একাধিক বিদ্যমান সাংসদেরও। কর্নাটকের সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া সহ ৯ জন বর্তমান সাংসদকে টিকিট দেওয়া হয়নি।

    অন্যদিকে, গোপাল শেঠির টিকিট বাতিল করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে উত্তর মুম্বই থেকে প্রার্থী করেছে বিজেপি। গোপাল শেঠি এখান থেকে পরপর দু'বার নির্বাচনে জিতেছিলেন। ২০১৯ সালে তিনি কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতোন্ডকরকে সাড়ে চার লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

    বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় দিল্লির দু'টি লোকসভা আসনের জন্য প্রার্থী দেওয়া হয়েছে। এছাড়াও দাদরা ও নগর হাভেলি থেকে একটি লোকসভা আসন রয়েছে, গুজরাটের সাতটি, হরিয়ানার ছয়টি, হিমাচল প্রদেশের দুটি, কর্নাটকের ২০টি, মধ্যপ্রদেশের পাঁচটি, মহারাষ্ট্রের ২০টি, তেলঙ্গানার ছয়টি, ত্রিপুরার একটি এবং উত্তরাখণ্ড থেকে দুই প্রার্থী। তালিকায় ১৪ জন মহিলা প্রার্থী রয়েছেন।

    বিজেপির দ্বিতীয় তালিকায় বিশেষত্ব এক ঝলকে-

    কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল উত্তর মুম্বই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্নাটকের ধারওয়াদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি মহারাষ্ট্রের নাগপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    কর্নাল থেকে লোকসভা নির্বাচনে লড়বেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

    কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর হিমাচল প্রদেশের হামিরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই হাভেরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    সাউথ বেঙ্গালুরু থেকে লড়বেন সাংসদ তেজস্বী সূর্য।

    বিজেপি নেতা অনিল বালুনি উত্তরাখণ্ডের গাড়ওয়াল থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    সিরসা থেকে অশোক তানওয়ার, আম্বালা থেকে বান্টো কাটারিয়া, ভিওয়ানি-মহেন্দ্রগড় থেকে ধর্মবীর সিং, গুরুগ্রাম থেকে রাও ইন্দ্রজিৎ সিং যাদব এবং ফরিদাবাদ থেকে কৃষ্ণপাল গুর্জারকে টিকিট দেওয়া হয়েছে।
  • Link to this news (এই সময়)