বর্ধমানে ৪ নতুন ফেরি সার্ভিস চালু! যাত্রাপথ কী? ভাড়া কত?
এই সময় | ১৪ মার্চ ২০২৪
বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকায় উদ্বোধন হয়েছে চারটি নতুন ফেরি ঘাটের। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত চারটি ফেরিঘাটের কারণে উপকৃত হতে চলেছেন বিস্তীর্ণ এলাকার মানুষ। বর্ধমান এবং নদিয়া জেলার মধ্যে সংযোগ রক্ষা করবে এই ফেরি ঘাটগুলি।কী কী ফেরি ঘাট?
স্থানীয় সূত্রে খবর জালুইডাঙ্গা-কিশোরীগঞ্জ, নসরৎপুর, সিদ্ধেপাড়া-মনমোহনপুর ফেরিঘাট এবং কালনা এক নম্বর ব্লকের পিয়ারি নগর -কালিনগর ফেরিঘাটের জেটি চালু করা হচ্ছে। ভাগীরথী নদীর উপর এই জেটি নির্মাণের ফলে নদীর দু’পারের এলাকার মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে জেলা পরিষদ সূত্রে। ভেসেল বা লঞ্চ এর ব্যবস্থা করা হচ্ছে, সরকারিভাবে আনা হচ্ছে লঞ্চ, খুব শীঘ্র মিলবে এই পরিষেবা।
ভাড়া কেমন?
বর্ধমান থেকে নদিয়া, নদিয়া থেকে বর্ধমান যেতে এই ফেরিঘাট গুলি থেকে মাথা পিছু ২ টাকায় মিলছে সেরা পরিষেবা। তবে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে মাথা ২ টাকায় এপার থেকে ওপার যাওয়া যাবে। সাইকেল নিয়ে গেলে চার টাকা খরচা দিতে হবে। বাইক নিয়ে গেলে ১০ টাকা ও ছোটো চার চাকা নিয়ে গেলে ৫০ টকা পড়বে।
মঙ্গলবার নবনির্মিত জেটির শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভার্চুয়ালি এই চারটি জেটির উদ্বোধন করা হয়। জালুইডাঙ্গা-কিশোরীগঞ্জ, নসরৎপুর, সিদ্ধেপাড়া-মনমোহনপুর ফেরিঘাট এবং কালনা এক নম্বর ব্লকের পিয়ারি নগর - কালিনগর ফেরিঘাটের জন্য ভাগীরথীর দুই পাড়ের বিস্তীর্ণ অংশের মানুষ উপকৃত। দীর্ঘদিন ধরেই এই ফেরি ঘাটগুলি নির্মাণের দাবি ছিল স্থানীয়দের মধ্যে।
জেটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও ছিলেন মহকুমা শাসক শুভম আগারওয়াল, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সেনাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান সহ বিশিষ্ট ব্যক্তিগণ। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, ভাগীরথী নদীর উপর এই জেটি নির্মাণ হয়েছে। এই জেটি নির্মাণের ফলে এই এলাকার নদীর দু'পারের মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাই জেটি তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। চারটি ফেরিঘাটের উদ্বোধন হয়েছে সঙ্গে তার টেন্ডারও হয়েছে।
উল্লেখ্য, বর্ধমান জেলা জুড়ে একাধিক ফেরি সার্ভিস রয়েছে। থেকে বড় ফেরিঘাট রয়েছে কালনায়। সেখানে তিনটি ফেরিঘাট রয়েছে। শাখাই ঘাট, দেবরাজ ঘাট, হরিসভা পাড়া ঘাট প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। হরিসভা পাড়া ঘাট থেকেও নদিয়া যাওয়ার ব্যবস্থা রয়েছে।