• Amit Shah Interview : 'বাংলার জন্য প্রার্থী পাচ্ছে না...', অমিত শাহের ক্ষমতা দখলের হুংকারের পালটা তৃণমূলের
    এই সময় | ১৪ মার্চ ২০২৪
  • দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগেই হুংকার অমিত শাহের। বাংলায় দ্রুত ক্ষমতায় আসবে বিজেপি, দাবি করেছেন তিনি। পাশাপাশি অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের তফাত প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেছেন তিনি। এবার অমিত শাহের মন্তব্যের পালটা ময়দানে নামলেন তৃণমূল নেতারা।ভোট-রাজনীতির অভিযোগে সরব হয়েছেন তাঁরা। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রের। নিজেরা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা থেকে নজর ঘোরাতে এই ধর্ম এবং বিভাজনের কথা বলছেন। অনুপ্রবেশ রুখতে অমিত শাহ ব্যর্থ হয়েছেন। তিনি অনুপ্রবেশ রুখতে পারেননি কেন? এখন এই বিভাজনের রাজনীতি করছে।’

    পাশাপাশি বাংলায় ক্ষমতায় আসা নিয়ে অমিত শাহের মন্তব্যের তীব্র কটাক্ষ করেন কুণাল। দ্বিতীয় প্রার্থী তালিকায় বাংলার কোনও প্রার্থীর নাম ছিল না। আর সেই প্রসঙ্গকে সামনে রেখে কটাক্ষের সুর কুণালের গলায়। তিনি বলেন, ‘বাংলার জন্য প্রার্থী পাচ্ছে না। এসমস্ত কথা লোকসভা ভোটের আগে ভোকাল টনিক। কিন্তু, আদতে কোনও লাভ হবে না।’

    অন্যদিকে, তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য অমিত শাহের মন্তব্যের পালটা বলেন, ‘BJP ক্ষমতায় আসবে এই কথাটা তিনি ২০২১ সালেও বলেছিলেন। কিন্তু, দেখা গিয়েছে ২০০-র কথা বলে ৭৭-এ আটকে গিয়েছেন। এই অবস্থা আবারও হবে ২০২৬-এ সেই গ্যারান্টি আমি দিতে পারি।'

    তাঁর সংযোজন, 'অনুপ্রবেশকারী এবং শরনার্থীর তফাৎটা আমরা সকলেই বুঝি। অনুপ্রবেশকারীদের আটকানোর দায়িত্ব অমিত শাহের দফতরের। তা তিনি বোঝেন না। শরনার্থীদের নিঃশর্ত নাগরিকত্বও দেওয়া হচ্ছে না। তাঁদের থেকে ধর্মীয় নিপীড়ণের প্রমাণ চাওয়া হচ্ছে। মতুয়াদের দাবি ছিল নিঃশর্ত NRC।' CAA NRC-র আগের ধাপ এই মন্তব্যও শোনা গেল তাঁর কণ্ঠে। দেবাংশুর কথায়, ‘অসমের মানুষজনকেও এভাবেই ভুল বোঝানো হয়েছিল।’

    অমিত শাহের মন্তব্যের পালটা শান্তনু সেন বলেন, ‘CAA নিয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। প্রথম কথা তিনটে দেশ কেন, দ্বিতীয় কথা ৬টা ধর্ম কেন? সেখানে কোনও একটি নির্দিষ্ট ধর্মকে কেন বাদ দেওয়া হল? যাঁরা ভয় পেয়ে এদেশে এসেছিলেন তাঁরা কী ভাবে কাগজপত্র আনবেন? কোনও দিকই অমিত শাহ ভালো করে বলতে পারেননি। আমরা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধিতা করেছি। এখনও করছি। আগামীদিনেও করব।’ সবমিলিয়ে অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে সরব হয়েছে তৃণমূল।
  • Link to this news (এই সময়)