Lok Sabha Election 2024: ২ নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত, চলতি সপ্তাহেই লোকসভা ভোট ঘোষণার সম্ভাবনা
এই সময় | ১৪ মার্চ ২০২৪
নয়া দুই নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী জানিয়েছেন, নতুন নির্বাচন কমিশনার হিসেব নিয়োগ করা হচ্ছে জ্ঞানেশ কুমার এবং এসএস সান্ধুকে। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিটি দুই জনের নিয়োগ অনুমোদন করেছে। তবে নির্বাচন কমিশনারের বাছাই প্রক্রিয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা। নয়া দুই নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত হওয়ায় চলতি সপ্তাহেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।কয়েক দিন আগেই অরুণ গোয়েল নির্বাচন কমিশন থেকে ইস্তফা দেওয়ার পর কমিশনে একা সদস্য রয়ে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার। প্রাক্তন নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডের অবসর ও সম্প্রতি অরুণ গোয়েলের পদত্যাগের কারণে নির্বাচন কমিশনে দুই নির্বাচন কমিশনারের পদ শূন্য খালি হয়ে যায়। দুই শূন্যপদ পূরণে বৈঠকের কথা ছিল। সূত্র মারফত আগেই খবর মিলেছিল লোকসভা নির্বাচনের জন্য খুব শীঘ্রই দুই কমিশনারের শূন্য পদ পূরণ করা হবে।
নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নয়াদিল্লির ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভাবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কমিশনার প্যানেলের দুই শূন্যপদে নিয়োগের জন্য দিল্লি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়। তবে বৈঠক শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশনারেরে নাম ঘোষণা নিয়ে বড় দাবি করলেন অধীর চৌধুরী।
দেখুন অধীর কী বলেছেন?
অধীর জানিয়েছেন, জ্ঞানেশ কুমার-বলবিন্দর সান্ধু নির্বাচন কমিশনার হবেন। নির্বাচন কমিশনার বাছাই প্রক্রিয়াটি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অধীর। অধীরের অভিযোগ, 'কমিটিতে সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সে কারণে সরকার তার পছন্দের নাম নির্ধারণ করতে পারে। ভারতের মতো গণতন্ত্রে এত বড় পদে নিয়োগ এইভাবে করা উচিত নয়। বৈঠকের ১০ মিনিট আগে আমাকে ছয়টি নাম দেওয়া হয়েছিল, তাহলে এত অল্প সময়ে কী বলব?'
বুধবার অধীর রঞ্জন চৌধুরী তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের নথি ও তথ্য চেয়ে আইন মন্ত্রকে চিঠি দেন। বৃহস্পতিবার অধীর রঞ্জন চৌধুরী জানান, গতকাল তাঁকে ২১২টি নাম দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বৈঠকের ১০ মিনিট আগে ছয়টি নাম নির্ধারণ করা হয়। তাঁদের মধ্যে দু'জনের নির্বাচনও হয়ে গিয়েছিল। উল্লেখ্য,নতুন নিয়ম অনুসারে, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলীয় নেতা এবং একজন ক্যাবিনেট মন্ত্রীর সমন্বয়ে গঠিত একটি কমিটি দ্বারা নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়। জ্ঞানেশ কুমার কিছুদিন আগেই সমবায় মন্ত্রকের সচিবের পদ থেকে অবসর নিয়েছেন। জ্ঞানের কুমার স্বরাষ্ট্র মন্ত্রকের কাশ্মীর বিভাগের যুগ্ম সচিব ছিলেন। তাঁর সময়েই ৩৭০ ধারা অপসরণ করা হয়েছিল। তিনি কেরালা ক্যাডারের ১৯৮৮ ব্যাচারে IAS অফিসার।