• Ramadan 2024 Timetable : দিনভর নির্জলা উপোস করে রোজা পালন, জেনে নিন শুক্রবার কলকাতায় সেহরি ও ইফতারের সময়
    এই সময় | ১৪ মার্চ ২০২৪
  • চলছে মুসলিমদের পবিত্র রমজান মাস। প্রত্যেকদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপোস করে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। এরপর ৩০ দিন শেষে পালিত হবে খুশির ইদ বা ইদ-উল-ফিতর। রমজান মাসটিকে অন্তরাত্মার শুদ্ধিকরণের সময় বলে মনে করেন ইসলাম ধর্মাবলম্বীরা। রোজার আগে এবং পরে সেহরি ও ইফতার পালন করা হয়। এই সময়গুলি রোজা রাখার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শহরে সেহরি ও ইফতারের নির্ঘণ্ট জেনে নিন।সবচেয়ে বেশি সময়ের জন্য, প্রায় ১৭ ঘণ্টার জন্য রোজা পালিত হয় গ্রিনল্যান্ডে। এরপর ১৬ ঘণ্টা রোজা রাখেন লন্ডনের মুসলিম বাসিন্দারা। ১৫ ঘণ্টা রোজা পালন করেন কানাডা, প্যারিস, ইতালির মুসলিম বাসিন্দারা। ওয়াশিংটন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, পাকিস্তান, চিন, জাপান এবং ভারতে ১৪ ঘণ্টার কাছাকাছি পালিত হয় রোজা। সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকার রোজার সময় ১৩ ঘণ্টা। অস্ট্রেলিয়ার মুসলিমদের রোজার সময় সবচেয়ে কম, মাত্র ১২ ঘণ্টা।

    কলকাতায় সেহরি ও ইফতারের সময়সেহরির সময়ভোর ৪টে ২৫ মিনিটইফতারের সময়বিকেল ৫টা ৫০ মিনিটশিলিগুড়িতে সেহরি ও ইফতারের সময়সেহরির সময়ভোর ৪টে ২৮ মিনিটইফতারের সময়বিকেল ৫টা ৫০ মিনিট

    রমজান কেন পালন করা হয়?রমজান কথাটি এসেছে 'রামিদা' থেকে। এর অর্থ হল প্রচণ্ড গরম। গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যেই সংযমের সঙ্গে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য নির্জলা উপবাস করাকেই রোজা রাখা বলা হয়। এতে অন্তরাত্মার শুদ্ধি হয় বলে বিশ্বাস করেন ধর্মপ্রাণ মুসলিমরা। এই রমজান মাসকে আত্ম-শৃঙ্খলা ও আত্ম নিয়ন্ত্রণের পরীক্ষা হিসেবে বিবেচনা কর হয়। তাকওয়া অর্থাৎ শুভ চেতানা বৃদ্ধিতে সহায়তা করে বলে মনে করেন মুসলিমরা। গুরুতর অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী মহিলা ছাড়া প্রাপ্তবয়স্ক সব মুসলিমরাই রমজান মাসে রোজা রাখেন। বিশ্বাস করা হয় পবিত্র রমজান মাসেই নবী মহম্মদের কাছে কোরান অবতীর্ণ হয়েছিল। তাই আত্ম-প্রতিফলন, উন্নতি ও আল্লাহর প্রতি প্রকৃত ভক্তি প্রদর্শনের মাস হিসেবে বিবেচিত হয় এই সময়কাল। এই সময় মুসলিমরা দুস্থদের খাবারও দান করে থাকেন। রোজা রাখার ফলে জাগতিক কামনা বাসনা মন থেকে দূর হয় এবং নিজেকে আল্লাহের সঙ্গে একাত্ম অনুভব করা যায়। এমনটাও বিশ্বাস রয়েছে ইসলামে।
  • Link to this news (এই সময়)