• 'বাংলায় দ্রুত ক্ষমতায় আসবে বিজেপি', অমিত শাহের মুখে কী ইঙ্গিত?
    এই সময় | ১৪ মার্চ ২০২৪
  • নাগরিকত্ব আইন সংশোধনী আইন কয়েক দিন আগেই কার্যকর হয়েছে দেশে। ১১ মার্চ সোমবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় সরকার জানায় সারা দেশে কার্যকর হল সিএএ। মঙ্গলবার থেকে সরকারের পোর্টালে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্বের আবেদনও করা যাচ্ছে।

    এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় করে বারবার রাস্তায় নেমেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। আইন কার্যকর হওয়ার পর বাড়িয়েছেন আক্রমণের ঝাঁঝ। বিভিন্ন সভায় গিয়ে বারবার মমতা দাবি করেছেন, টএই আইনে বঞ্চিত করা হচ্ছে মুসলিমদের।' সিএএ-কে 'বৈষম্যমূলক' আইন বলে উল্লেখ করেছেন তিনি। এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    মমতাকে উদ্দেশ্য করে ঠিক কী বললেন অমিত শাহ?

    বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সরাসরি আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ' অনুপ্রবেশে মদত দিচ্ছেন উনি।'

    অমিত শাহের সংযোজন, 'বাংলায় বিজেপির ক্ষমতায় আসবে। সেই দিন আর খুব বেশি দূরে নেই।' মমতার উদ্দেশ্য়ে শাহ বলেন, 'আপনি যদি এভাবে তোষণের রাজনীতি করতে থাকেন ও শরণার্থী নাগরিকত্ব দিতে না চান, তাহলে মানুষ আর আপনার পাশে আর থাকবে না।' অমিত শাহ মমতাকে আক্রমণ করে বলেন, 'অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য বোঝেন না মমতা।'

    উল্লেখ্য়, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও বিজেপির তরফে দাবি করা হয়েছিল, 'পশ্চিমবঙ্গে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি।' তবে তা বাস্তবায়িত হয়নি। সেবার বিজেপির ঝুলিয়ে যায় ১৮টি আসন। অধিক সংখ্যক আসনে বিজেপিকে পরাজিত করেছিল মমতা বন্দ্য়োপাধ্যায়ের তৃণমূল।

    মমতাকে অমিত শাহের বার্তা, 'বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ক্ষতি করবেন না। রাজনীতি করার জন্য আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে।' তাঁর কথায়, ' মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন ভোটব্যাঙ্কের কথা ভেবে। বাংলায় সিএএ কার্যকর হবেই, সেকথা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন শাহ।

    আইনটি বাস্তবায়নের বিষয়েও কথা বলতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, 'সংখ্যালঘু বা অন্য কোনও ব্যক্তির ভয় পাওয়ার দরকার নেই কারণ CAA-তে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও বিধান নেই।' উল্লেখ্য, ২০১৯ সালে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর হয়। ১১ মার্চ, সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই আইন কার্যকর করেছে কেন্দ্র। দেশ জুড়ে কার্যকর হয়েছে সেই আইন। নতুন এই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে মুসলিম বাদে ধর্ম- হিন্দু, বৌদ্ধ, শিখ ও অন্যান্য সম্প্রদায়ের যে সব মানুষ প্রতিবেশী তিন প্রতিবেশী দেশ তথা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ভারতে এসেছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি বহু মানুষ। অপর দিকে এই সিদ্ধান্তের বিরোধিতাও করছেন অনেকে।
  • Link to this news (এই সময়)