BENGAL INFO
সপ্তাহান্তে শিয়ালদা ডিভিশনে বিপুল সংখ্যক ট্রেন বাতিল
এই সময় | ১৪ মার্চ ২০২৪
আবারও ট্রেন বাতিলের ঘোষণা। ফের সেই শিয়ালদা শাখা। এবার দমদম জংশন স্টেশনে নন-ইন্টারলকিং-এর কাজের জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রুট রিলে ইন্টারলকিং থেকে ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেমে আধুনিক সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন তথা আপগ্রেডেশনের জন্য ১৬ তারিখ রাত ১২টা থেকে ১৮ তারিখ ভোর ৪টে পর্যন্ত মোট ৫২ ঘণ্টা নন ইন্টারলকিং কাজের প্রয়োজন হবে। এর ফলে ১৬ তারিখ শনিবার এবং ১৭ তারিখ রবিবার প্রভাবিত হতে চলেছে ট্রেন চলাচল।এক্ষেত্রে শনিবার শিয়ালদা - রানাঘাট, শিয়ালদা - হাবড়া, শিয়ালদা - হাসনাবাদ, শিয়ালদা - ডানকুনি, শিয়ালদা -মধ্যমগ্রাম, শিয়ালদা - দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা - বারাসত, শিয়ালদা - গোবরডাঙা, শিয়ালদা -দত্তপুকুর, শিয়ালদা - ব্যারাকপুর, শিয়ালদা -নৈহাটি, ব্যারাকপুর - দমদম, বিবাদী বাগ - কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট - মধ্যমগ্রাম, মাঝেরহাট -বারাসত, হাসনাবাদ - মাঝেরহাট, শিয়ালদা - বর্ধমান, শিয়ালদা -কাটোয়া, শিয়ালদা - কোমাগাত মারু বজবজ, ক্যানিং - বারাসত, শিয়ালদা - বনগাঁ, বারাসত - হাসনাবাদ, হাসনাবাদ - দমদম জংশন, বালিগঞ্জ - ব্যারাকপুর ও মাঝেরহাট - নৈহাটি শাখায় বেশকিছু ট্রেন বাতিল থাকবে। এছাড়াও বাতিল থাকবে বেশকিছু মেল এবং এক্সপ্রেস ট্রেন। এরপর ১৯ তারিখ রবিবার শিয়ালদা - হাসনাবাদ, শিয়ালদা - ডানকুনি, শিয়ালদা - বারাসত, শিয়ালদা - গোবরডাঙা, শিয়ালদা -দত্তপুকুর, শিয়ালদা - ব্যারাকপুর, শিয়ালদা - নৈহাটি, ব্যারাকপুর - দমদম জংশন, বিবাদী বাগ - কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট -মধ্যমগ্রাম, মাঝেরহাট - হাবড়া, দত্তপুকুর- মাঝেরহাট, মাঝেরহাট - বারাসত, হাসনাবাদ -মাঝেরহাট, শিয়ালদা - বর্ধমান, শিয়ালদা - কাটোয়া, শিয়ালদা -কোমাগাতা মারু বজবজ, ক্যানিং -বারাসত, শিয়ালদা - বনগাঁ, বারাসত - হাসনাবাদ, হাসনাবাদ - দমদম জংশন, বালিগঞ্জ - ব্যারাকপুর ও মাঝেরহাট - নৈহাটি লাইনেও বাতিল থাকবে বেশকিছু ট্রেন। এছাড়াও এই সময়কালে বেশকিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। পাশিপাশি একগুচ্ছ ইএমইউ লোকালের যাত্রাপথ পরিবর্তন করারও সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তবে সপ্তাহান্তে হলেও এই দু'দিনেও বিভিন্ন কাজের প্রয়োজনে বহু মানুষকে বাড়ি থেকে বের হতে হবে। ফল যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় রেলের কাজের জন্য শিয়ালদা শাখায় ট্রেন বাতিল করা হয়েছে। এবার ফের হতে চলেছে সেই ঘটনারই পুনরাবৃত্তি।
Link to this news (এই সময়)
BENGAL INFO | Information about West Bengal, India |
bengalinfo1@gmail |
Privacy Policy