• বিজেপিতেই ফিরছেন অর্জুন, জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা 'বাহুবলী' নেতার
    এই সময় | ১৪ মার্চ ২০২৪
  • সমস্ত জল্পনার অবসান। বিজেপিতেই ফিরতে চলেছেন অর্জুন সিং। গত ১০ তারিখ থেকে টানা জল্পনার পর অবশেষে তাঁর বিজেপিতে ফেরার কথা ঘোষণা করলেন খোদ অর্জুনই। আর অর্জুনের এই ঘোষণার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুর অঞ্চলে। এখনও পর্যন্ত ব্যারাকপুর আসনের জন্য বিজেপি কোনও প্রার্থী ঘোষণা না করলেও, অর্জুনের এই ঘোষণায় জল্পনা আরও জোরাল হচ্ছে, তবে কি পার্থ ভৌমিকের বিরুদ্ধে পদ্ম শিবিরের প্রার্থী হতে চলেছেন অর্জুন সিংই?অর্জুন সিং বলেন, 'অফিসিয়ালি আমি যোগ দিচ্ছি বিজেপিতে। সময়টা এখনও ঠিক হয়নি। আমি তৃণমূল ছেড়ে দিয়েছি। যে ফর্ম্যালিটি তা আমি পালন করব। কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও পারে। আমি বিজেপিতে যাচ্ছি, সেটা ফাইনাল।' ব্যারাকপুর কেন্দ্র থেকে বহু মানুষ বিজেপিতে যোগ দেবেন বলেও এদিন দাবি করেন অর্জুন সিং। বিজেপির প্রার্থী হচ্ছেন কি না সেই প্রশ্নের ভাটপাড়ার দোর্দণ্ডপ্রতাপ এই নেতা বলেন, সেটা দল ঠিক করবে। ব্যারাকপুর লোকসভা থেকে বহু মানুষ জয়েন করবে।

    এদিকে অর্জুন সিং-এর বিষয়ে বিধায়ক সোমনাথ শ্যাম সংবাদমাধ্যমে বলেন, 'তৃণমূল থেকে অর্জুন চ্যাপ্টার ক্লোস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেন, সেটা আমরা সবাই মাথা পেতে নিই। আমাদের যা দাবি, যা কথা, সেটা আমাদের নেতা বা নেত্রীকে আমরা অবশ্যই জানাই। সেটা আমরা জানিয়েছি। তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই সর্বোপরি।'

    পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়লে জিতবেন অর্জুন সিং?হ্যাঁনাজানি না

    প্রসঙ্গত, গত ১০ তারিখ ব্রিগেডের সভা মঞ্চ থেকে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই তালিকা অনুযায়ী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিককে টিকিট দেয় তৃণমূল। আর তারপরেই তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন অর্জুন সিং। লাগাতার মুখ খুলতে থাকেন তিনি। তাঁর সঙ্গে 'বিশ্বাস ভঙ্গ' করা হয়েছে বলে অভিযোগ তোলেন অর্জুন। তাঁকে 'ধোকা' দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

    তবে সেখানেই থামেননি অর্জুন সিং। তিনি অভিযোগ করেন, তৃণমূল তাঁকে ছুড়ে ফেলে দিয়েছে। তৃণমূলের কাছে তিনি 'আনওয়ান্টেড' হয়ে গিয়েছেন বলেও অভিযোগ করেন। একইসঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকেই তিনি বলবেন বলেও ইঙ্গিত দেন অর্জুন। যত সময় এগিয়েছে, ততই জোরাল হয়েছে সেই জল্পনা। তবে তারপরেও তিনি বিজেপিতে যোগদান করবেন কি না, সেই বিষয়ে খোলসা করে কোনও কিছু বলেননি। এবার সেই বিষয়েও স্পষ্ট করে দিলেন অর্জুন সিং।
  • Link to this news (এই সময়)