• 'পাহাড় সমস্যা' সমাধানের সম্পূর্ণ আশ্বাস চাই, BJP-র দরবারে জিএনএলএফ-মোর্চা
    এই সময় | ১৪ মার্চ ২০২৪
  • পাহাড়ের রাজনীতিতে কি নতুন সমীকরণ? কিছুদিন আগেই পাহাড়ে স্থায়ী সমাধানের দাবিতে বিদ্রোহী সুরে চিঠি লিখেছিলেন দার্জিলিঙের বিধায়ক নিরজ জিম্বা। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখবে GNLF? এরকমই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পাহাড়ে স্থায়ী সমাধানের জন্য বিজেপি নির্দিষ্ট বিশ্বাসযোগ্য কোনও প্রতিশ্রুতি দিক, এবারের নির্বাচনী ইস্তেহারে, এমনটাই চাইছে জিএনএলএফ।ফের রোশন গিরি এবং জিএনএলএফের মন ঘিসিং দিল্লিতে গিয়েছেন বিজেপি নেতাদের সঙ্গে কথা বলতে। পাহাড়ের সমস্যা সমাধানের ব্যাপারে বিজেপি নির্বাচনী ইস্তেহারে আশ্বাস দিলেই ফের সমীকরণে বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এখনও পর্যন্ত ইস্তেহার প্রকাশ করেনি। ফলত, ইস্তেহারে পাহাড় নিয়ে স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট বার্তা দেওয়া হোক, এমনটাই চাইছেন জিএনএলএফ নেতারা।

    উল্লেখ্য, গত সপ্তাহেই শনিবার শিলিগুড়িতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতেও মোদীকে বলতে শোনা যায়, পাহাড়ে স্থায়ী সমাধানের ব্যাপারে কাজ চলছে। স্থায়ী সমাধান প্রক্রিয়ার ‘খুব কাছে চলে এসেছি আমরা’ বলেও ব্যাখ্যা করেন তিনি। এদিকে, বিধায়ক জিম্বা জানিয়েছেন, বিজেপির নির্বাচনী ইস্তেহারে তাঁরা একটি ‘একটি নির্দিষ্ট এবং দ্ব্যর্থহীন’ সংজ্ঞা চায়।

    উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১১টি পাহাড়ী সম্প্রদায়কে উপজাতীয় মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পাশাপাশি জানিয়েছিল যে তারা দার্জিলিং পাহাড়, শিলিগুড়ি, তরাই এবং ডুয়ার্সের অধিবাসীদের জন্য ‘একটি স্থায়ী রাজনৈতিক সমাধান’ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও, পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন বলতে ‘গোর্খাল্যান্ড’ রাজ্যের কথা বলা হলেও বিজেপির তরফে পৃথক গোর্খাল্যান্ড তৈরির বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।

    কিছুদিন আগেই সাংবাদিক বৈঠক করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রক্ত দিয়ে চিঠি লেখার কথা জানান নিরজ জিম্বা। তিনি অকপটে জানান, দীর্ঘদিন ধরেই পাহাড়ে স্থায়ী সমস্যা সমাধানের কথা বলা হলেও বিজেপির তরফে এখনও সেরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তা এ ব্যাপারে পদক্ষেপ করলেও কোনও কাজ হয়নি। তবে পাহাড় থেকে এবারেও বিজেপি প্রার্থীর জেতার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেন তিনি।
  • Link to this news (এই সময়)