Paul Alexander : ৭৮ বছর ধরে 'সিলিন্ডার বন্দি' হয়ে ভরপুর জীবন উপভোগ, থামল পথ চলা
এই সময় | ১৪ মার্চ ২০২৪
ছোট থেকেই শারীরিক ভাবে পঙ্গু। তাঁর জীবন কেটেছে ‘আয়রন কিউবের’ মধ্যে। তার মধ্যেই ৭৮ বছর বেঁচে ছিলেন তিনি। কিন্তু সেখানে থেকেই আইনের স্নাতক হয়েছেন পল আলেকজান্ডার। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন পল। তাঁর জীবন জুড়ে ছিল ভালো মানে মদ। সেই সঙ্গে মহিলা সঙ্গ এবং জীবনভর হাসি ছিল আলেকজেন্ডারের সঙ্গী।রাখা হয় লোহার খাঁচায়
আলেকজান্ডারের বয়স তখন ছয় বছর। ১৯৫২ সালে তাঁকে রাখা হয় ‘লোহার ফুসফুস’ নামে পরিচিত একটি পূর্ণ-শরীরের ধাতব সিলিন্ডারে রাখা হয়েছিল। পোলিও সংক্রামিত হওয়ার পরে, এটি একটি মারাত্মক রোগ যা প্রতি বছর কয়েক হাজার শিশুকে পক্ষাঘাতগ্রস্ত করে। এই লোহার ফুসফুসের সাহায্যে চাপ ব্যবহার করে ফুসফুসে বায়ু প্রবাহিত করা হয়।
মৃত্যুর পরে আলোচনায়
৭৮ বছর বয়সী টেক্সাসের বাসিন্দা পল আলেকজান্ডার মারা গিয়েছেন সোমবার। তারপরেই তিনি বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে উঠেছেন। কারণ পল, মৃত্যুর আগে দীর্ঘ ৭৮ বছর অসাধারণ জীবনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁকে রাখা হয় আয়রন কিউবে। পল পোলিয়োতে আক্রান্ত হওয়ার পর শৈশবে পঙ্গু হয়েছিলেন।
যদিও তিনি বেঁচে গিয়েছিলেন। পলের ভাই ফিলিপ ফেসবুকে পলের মৃত্যুর কথা ঘোষণা করেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয় তা নিয়ে কিছুই জানাননি ফিলিপ। মঙ্গলবার একটি পোস্টে ফিলিপ আলেকজান্ডার লিখেছেন, 'এমন একজনের জীবনের অংশ হওয়া একটি সম্মানের বিষয়, যিনি তাঁর মতোই প্রশংসিত ছিলেন। তিনি লাখ লাখ মানুষের মন স্পর্শ করেছেন এবং অনুপ্রাণিত করেছেন এবং এটি কোন অতিরঞ্জিত বিষয় নয়।'
অসাধারণ জীবন
জানা গিয়েছে, পোলিয়োতে আক্রান্ত হওয়ার পর ১৯৫২ সালে লোহার ফুসফুস নামে পরিচিত একটি পূর্ণ-শরীরের ধাতব সিলিন্ডারে পলকে রাখা হয়েছিল। তখন তার বয়স ছিল ছয় বছর। কিন্তু এই দুর্বল স্বাস্থ্য পল আলেকজান্ডারকে দুর্দান্ত মাইলফলক অর্জন থেকে বিরত করেনি।
ফিলিপ জানান, তিনি আইন স্কুল থেকে স্নাতক, বার পাস এবং আইন অনুশীলন করেন। তিনি প্রতিটি মহাদেশে ভ্রমণ করেছেন। পলের ব্যক্তিত্ব সম্পর্কে লিখতে গিয়ে, তাঁর ভাই লিখেছেন, 'তিনি একটি ঘরের নির্দেশ দিয়েছেন। কী একটি ফ্লার্ট! তিনি ভাল খাবার, ওয়াইন, মহিলা, দীর্ঘ কথোপকথন, শেখা এবং হাসতে পছন্দ করতেন।' কোভিডেও আক্রান্ত হয়েছিলেন পল। টিকটকে তাঁর অনুগামী প্রায় ৩ লাখ।