• Weather Forecast : শহরে জলীয় বাষ্পের প্রভাবে বাড়ছে অস্বস্তি
    এই সময় | ১৫ মার্চ ২০২৪
  • এই সময়: রুমালে কপাল মুছতে মুছতে যাত্রীদের বাসে ওঠার যে দৃশ্য দেখতে অভ্যস্ত কলকাতা, তা ফিরে এসেছে মার্চের দ্বিতীয় সপ্তাহেই। তবু কলকাতা এখনও পার্শ্ববর্তী অনেক জায়গার তুলনায় বেশি ঠান্ডা! কতদিন শহরবাসী এই প্রাকৃতিক সুবিধা ভোগ করতে পারবেন সে বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে পারছেন না আবহবিদরা। তবে, বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের জন্যই যে দক্ষিণবঙ্গের অনেকটা অংশ এখনও ‘ঠান্ডা’ রয়েছে, সে বিষয়ে মোটের ওপর নিঃসন্দেহ তাঁরা।

    হালকা থেকে মাঝারি বৃষ্টির আবহ পুরোপুরি তৈরি রয়েছে দক্ষিণবঙ্গের অনেকটা এলাকা জুড়ে। এমন পরিস্থিতি সত্ত্বেও রাজ্যের পশ্চিমের জেলাগুলোয় ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করছে। এর মধ্যে পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘর পার করেছে। পুরুলিয়া, শ্রীনিকেতন ৩৫ ডিগ্রি পেরিয়েছে। খুব পিছিয়ে নেই আসানসোলও। সেই তুলনায় আলিপুর, দমদম, হাওড়া এবং সল্টলেক অনেকটাই শীতল। এই সব জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশেই আটকে রয়েছে।

    কেন এমন হয়েছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে আবহাওয়া বিশারদ রবীন্দ্র গোয়েঙ্কা বলছেন, ‘দক্ষিণবঙ্গে এখনও বাতাসের বেগ বেশি। এই বাতাস জলীয় বাষ্পপূর্ণ। এর প্রভাবেই কিছুটা ঠান্ডা আবহ রয়েছে এই অঞ্চলে।’ জলীয় বাষ্পের উপস্থিতি যেমন একদিকে প্যাঁচপেঁচে গরমের অনুভূতি তৈরি করেছে, তেমনই ওই জলীয় বাষ্পই সর্বোচ্চ তাপমাত্রাকে একটা নির্দিষ্ট গণ্ডীর বাইরে বেরোতে দিচ্ছে না। কয়েকদিনের মধ্যে অবশ্য দক্ষিণবঙ্গ থেকে জলীয় বাষ্প বিদায় নিলে শুকনো গরম ফিরে আসবে। ওই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)