Lunar Eclipse 2024: চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে, জেনে নিন তারিখ
এই সময় | ১৫ মার্চ ২০২৪
সামনেই দোল। আর এপ্রিল মাসেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে, এই সূর্যগ্রহণের আগেই হবে চন্দ্রগ্রহণ। পর পর দুটি গ্রহণ দেখা নিয়ে মুখিয়ে আছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ, এবারই হতে চলেছে গত ৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ। ঠিক তার আগেই হবে এই চন্দ্রগ্রহণ।কবে চন্দ্রগ্রহণ?
চন্দ্রগ্রহণ হবে ২৫ মার্চ। এই তারিখটি খুব বিশেষ। কারণ এই দিন হল হোলি। আর চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণও এই দিনে ঘটতে চলেছে। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না। জ্যোতিষশাস্ত্রে গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কিন্তু চন্দ্রগ্রহণ কেন হয়? কিভাবে চন্দ্রগ্রহণ হয় এবং চন্দ্রগ্রহণ কত প্রকারের হয়?
কীভাবে চন্দ্রগ্রহণ?
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। একই সময়ে, চাঁদও সূর্যের সঙ্গে পৃথিবীর চারদিকে ঘোরে। এই সময়ের মধ্যে, অনেক সময় এমন ঘটনা ঘটে যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মধ্যে আসে। পৃথিবী সরাসরি সূর্যের আলোকে চাঁদে পৌঁছাতে বাধা দেয় এবং পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। এই সময়কালে চাঁদ আকাশে সম্পূর্ণরূপে অদৃশ্য হয় না। বরং পৃথিবী থেকে দেখলে লাল দেখায়।
চাঁদ লাল কেন?
পৃথিবীর বায়ুমণ্ডল থেকে আলো ঝরে পড়ার কারণে চাঁদ আমাদের কাছে লাল দেখায়। এই সময়ের মধ্যে পৃথিবীর ছায়াও দুই ধরনের হয়। একটি হল Umbra এবং অন্যটি Penumbra। Umbra একটি খুব গভীর ছায়া। যেখানে পেনাম্ব্রা হালকা।
কোথা থেকে দেখা যাবে?
ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। চলতি বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ ইউরোপ, উত্তর-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে দেখা যাবে।
কবে সূর্যগ্রহণ?
২৫ মার্চ চন্দ্রগ্রহণের পর সূর্যগ্রহণও দেখা যাবে। ৮ এপ্রিল হবে এই সূর্যগ্রহণ। তবে এটিও ভারত থেকে দেখা যাবে না। এবারের সূর্যগ্রহণটি একটি পূর্ণগ্রহণ হবে। এটা আমেরিকায় দৃশ্যমান হবে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থেকে আলাদা। কারণ এই সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। তখন চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে।
দীর্ঘতম সূর্যগ্রহণএবারে যে সূর্যগ্রহণ হচ্ছে সেটা গত ৫০ বছরের মধ্যে দীর্ঘতম। প্রায় ৭.৫ মিনিট ধরে দেখা যাবে এই গ্রহণ। এই রকম গ্রহণ শেষ দেখা গিয়েছিল ১৯৭৩ সালে। আবার এই ঘটনা ঘটবে প্রায় ১২৬ বছর পরে।