• CAA Law Amit Shah: ভারতের কোথায় কোথায় কার্যকর হবে না CAA? যা জানালেন শাহ
    এই সময় | ১৫ মার্চ ২০২৪
  • সোমবার থেকে সিএএ কার্যকর হয়েছে দেশে। কার্যকর হওয়ার পর থেকে বিতর্ক থেমে নেই। বিভ্রান্তি রয়েছে বিস্তর। বৃহস্পতিবার এনিয়ে সংবাদ সংস্থা এএএনআই-এর সঙ্গে বিস্তারিত আলাপা-আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।নাগরিকত্ব সংশোধনী আইন কী?

    নাগরিকত্ব সংশোধনী আইনে অ-মুসলিম তথা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান অন্তর্ভুক্ত হয়েছে। সেই সব উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা এই আইনে উল্লেখ রয়েছে যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছিলেন প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে।

    সিএএ থেকে বাদ কোন কোন এলাকা?

    নাগরিকত্ব সংশোধনী আইনে তিনটি প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে আসা উদ্বাস্তুদের নির্দিষ্ট শ্রেণিগত (ধর্মীয় ভিত্তিতে) যোগত্যার মানদণ্ড শিথিল করা হয়েছে। অসম, মেঘালয়, মিজোরাম ত্রিপুরায় উপজাতি প্রধান এলাকা এবং 'ইনার লাইন' ব্যবস্থা দ্বারা সুরক্ষিত জায়গা-সহ বিভিন্ন এলাকাকে সিএএ আওতায় রাখা হয়নি।

    আইন অনুযায়ী, সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষিত অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার উপজাতীয় অঞ্চলগুলিতে সিএএ-এর বিধানগুলি প্রযোজ্য হবে না। এর সঙ্গে, প্রযোজ্য হবে না উত্তর পূর্বাঞ্চলেও। যেসব রাজ্যে ইনার লাইন পারমিট সিস্টেম রয়েছে সেখানে প্রযোজ্য হবে না সিএএ। ইনার লাইন পারমিট ও সংবিধানের ষষ্ঠ তফসিল উত্তর-পূর্ব রাজ্যগুলির কিছু এলাকায় উপজাতীয় গোষ্ঠীগুলিকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে প্রয়োগ করা হয়েচিল। মণিপুর আগে ইনার লাইন পারমিটে অন্তর্ভুক্ত ছিল না। পরে এটি অন্তর্ভুক্ত হয়। ইনার লাইন পারমিট হল এক ধরনের ভ্রমণ নথি। অন্য় রাজ্য়ের মানুষদের জন্য সীমিত সময়ের জন্য দেওয়া হয়। ইনার লাইনের ঔপনিবেশিক ধারণা উত্তর-পূর্বের উপজাতি-অধ্যুষিত পাহাড়ি এলাকাকে পৃথক করা হয়েছে সমতল থেকে। এই এলাকার প্রবেশ ও থাকার জন্য দরকার পড়ে একটি ইনার লাইন পারমিটের (ILP)।

    সিএএ আদিবাসী এলাকায় গঠন পরিবরত্ন করবে কিনা জানতে চাওয়া হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'একেবারেই না। সিএএ উপজাতীয় এলাকায় গঠন ও অধিকার পরিবর্তন বা সেখানকার জনসংখ্যা পাতলা করবে না। আইনেই আমরা বিধান করেছি যে যেখানেই ইনার লাইন পারমিট রয়েছে এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত এলাকাগুলিতে সিএএ প্রযোজ্য হবে না। সেই অঞ্চলগুলির ঠিকানা সহ অ্যাপ্লিকেশনগুলি অ্য়াপে আপলোড করা হবে না। এটি বাদ দেওয়া হয়েছে অ্যাপ থেকে।'
  • Link to this news (এই সময়)